চলমান সংবাদ

সরকারি চাকুরি ও গতানুগতিক শিক্ষা থেকে বেরিয়ে আসতে হবে: নওফেল

সরকারি চাকুরি ও গতানুগতিক শিক্ষা থেকে বের এসে ব্যতিক্রমী কিছু চিন্তা করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুর দুইটার দিকে হাটহাজারীর এ কে সিদ্দিকী আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় আয়োজিত মুজিববর্ষ ও বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের বিজয়ের সূবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আজকাল একটি ধারণা আছে বিএ পাস না করলে বিয়ে হয়না। এ ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। উন্নত দেশে আমরা দেখেছি কৃষি, ড্রাইভিং, সেলাই সবকিছু শেখানো হয়। কিন্তু আমাদের দেশে বড় বড় সরকারি চাকুরি কিভাবে পাওয়া যায় সে চিন্তায় ব্যস্ত তরুণরা। শিক্ষা উপমন্ত্রী বলেন, মুসলিম দেশগুলোও শালীনতা রক্ষা করে সব করছে। আমরা কেন আমাদের মেয়েদের রান্না ঘরে আটকে রাখবো। এ মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের ইসলামেও কর্মে বাধা দেওয়ার কোন বিধান নেই। ছেলে মেয়েকে সমানভাবে গুরুত্ব দিতে হবে। অভিভাবকদের এ বিষয়ে সর্তক থাকতে হবে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সব কিছু ছেড়ে দিয়ে রাজনীতি করা যাবে না। জীবিকা অর্জনের সমস্ত বন্দোবস্ত করে রাজনীতি করতে হবে। রাজনীতি নিয়ে ব্যবসা করা যাবে না। রাজনীতি একজন ব্যক্তির আদর্শ। ব্যবসা বাণিজ্যের পাশাপাশি রাজনীতি করতে পারে। রাজনীতি মানে একটি আদর্শিক অবস্থান। রাজনীতির মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানো যায়। সংগঠন জমি দখলের জন্য নয় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আবদুস সালামের সভাপতিত্বে ও এ কে সিদ্দিকী আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রত্না রানী চক্রবর্তীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক প্রদীপ চক্রবর্তী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা চট্টগ্রাম অঞ্চলের পরিচালক অধ্যাপক হোসাইন আহমেদ আরিফ ইলাহী, হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শাহিদুল আলম, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের উপ সচিব বেলাল হোসেন, সরকারি টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষক প্রশিক্ষক ম আ স শামসুদ্দীন শিশির।

# ২৮.১২.২০২১ চট্টগ্রাম #