চলমান সংবাদ

নিরাপদ সড়ক আন্দোলনে ফোনালাপে উসকানি আমীর খসরুসহ দুজনের বিরুদ্ধে চার্জশিট

নিরাপদ সড়ক চাই আন্দোলনে ফোনালাপের মাধ্যমে সরকার বিরোধী উস্কানির অভিযোগে বিশেষ ক্ষমতা আইনের মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ দুজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দিয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকালে আদালতে চার্জশিটটি জমা দেয়া হয়। বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ-সিএমপি’র কাউন্টার টেররিজম ইউনিটের উপ-কমিশনার (ডিসি) ফারুকুল হক বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ জানায়, ২০১৮ সালে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সময় বিএনপি নেতা আমীর খরুরর সঙ্গে সাবেক ছাত্রদল নেতা ব্যারিস্টার মিলহানুর রহমান নাওমীর সঙ্গে কল রেকর্ড ফাঁস হয়। ওই ঘটনায় ২০১৮ সালের ৪ আগস্ট তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে (সংশোধিত ২০১৩ / ৫৭(২) ধারা) এবং বিশেষ ক্ষমতা আইনে ১৫(৩) ধারায় চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর বাদী হয়ে নগরের কোতোয়ালী থানায় দুটি মামলা করেন। মামলার এজাহারে বলা হয়, আমীর খসরু মাহমুদ চৌধুরী দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিলেন। ইলেকট্রনিকস ডিভাইস ব্যবহারের মাধ্যমে রাষ্ট্রে নৈরাজ্য সৃষ্টির উদ্দেশ্যে তিনি উসকানিমূলক বক্তব্য দিয়েছেন। ওই মামলায় আমীর খসরু ২০১৮ সালের ২১ অক্টোবর উচ্চ আদালতের অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ শেষে নি¤œআদালতে আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানো হয়। কাউন্টার টেররিজম ইউনিটের উপ-কমিশনার (ডিসি) ফারুকুল হক বলেন, মামলার তদন্ত শেষে বুধবার (২২ ডিসেম্বর) বিকেলে মামলার তদন্ত কর্মকর্তা সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের এসআই সঞ্জয় গুহ আদালতের প্রসিকিউশন শাখায় চার্জশিটটি জমা দেন। চার্জশিটে আমীর খসরু ছাড়াও মোবাইলের অপরপ্রান্তে থাকা সাবেক ছাত্রদল নেতা ব্যারিস্টার মিলহানুর রহমান নাওমীকেও অভিযুক্ত করেছে। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের ১৫ (৩) ধারায় অভিযোগ আনা হয়েছে। একই অভিযোগে তাদের নামে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে করা মামলায় চূড়ান্ত প্রতিবেদনে দুজনকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়েছে। সিএমপির এডিসি (প্রসিকিউশন) কামরুল হাসান বলেন, বৃহস্পতিবার সকালে আমরা আদালতে চার্জশিটটি জমা দিয়েছি। আদালত পরবর্তী তারিখে এই চার্জশিটের ওপর শুনানির জন্য দিন নির্ধারণ করবে।
# ২৩.১২.২০২১ চট্টগ্রাম #