চলমান সংবাদ

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু, আহত ১

নগরীতে একটি যাত্রীবাহী বাস উল্টে দুইজন নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরও একজন। বুধবার (১৫ ডিসেম্বর) রাতে নগরীর আকবরশাহ থানার পাক্কা রাস্তা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত এক যাত্রীর নাম আবদুর রহিম। অপরজনের নাম-পরিচয় পাওয়া যায়নি। এদিকে গতকাল বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকালে নগরের বাকলিয়া থানার কালামিয়া বাজার এলাকায় বাস-কার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুর্ঘটনা কবলিত কারটি দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় গুরুতর আহত তসলিমা আকতার (৩৫) চমেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, লাল রঙের প্রাইভেট কারটি (চট্টমেট্রো-গ ১১-০২২৬) নতুন ব্রিজের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা একটি বাস (রয়েল এক্সপ্রেস) নিজের লেন থেকে হঠাৎ সরে গিয়ে অন্য লেনে চলে গেলে প্রাইভেট কারটির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কারটি দুমড়ে-মুচড়ে যায়। এ দুর্ঘটনায় নগরের মুরাদপুর থেকে বাকলিয়া এলাকায় দীর্ঘ যানজট তৈরি হয়। এতে বিপাকে পড়েন সাধারণ মানুষ। দুর্ঘটনার বিবরণ দিয়ে বাকলিয়া থানার এসআই বেলাল উদ্দিন বলেন, তসলিমা আকতার প্রাইভেট কারে পাঁচলাইশ থেকে পৈত্রিক বাড়ি লোহাগড়ায় যাচ্ছিলেন। এসময় রয়েল এক্সপ্রেসের একটি বাস কারটিকে সামনে থেকে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি ২৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। তিনি বলেন, দুর্ঘটনায় জন্য দায়ী বাসচালক ও হেল্পার পলাতক রয়েছে, তবে বাসটি আটক করা হয়েছে। অন্যদিকে প্রাইভেট কারের চালককেও আমরা খুঁজে পাইনি। ঘটনাস্থলে স্থানীয়দের কাছে জানতে পেরেছি তিনি সামান্য আহত হয়েছিলেন। তবে দুর্ঘটনার পর তিনি কোথায় গেছেন তা কেউ জানে না। বিষয়টি আমরা খতিয়ে দেখছি। আকবর শাহ থানার ওসি জহির হোসেন বলেন, একটি যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে সীতাকুন্ডের দিকে যাওয়ার সময় সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুই ব্যক্তির মৃত্যু হয়। পুলিশ ঘাতক বাসটি আটক করেছে। তবে এর চালক ও সহকারী পালিয়ে গেছে। # ১৬.১২.২০২১ চট্টগ্রাম #