চলমান সংবাদ

পঞ্চকবির গানের আয়োজন ‘আনন্দধ্বনি জাগাও গগনে’

 চট্টগ্রামে ‘আনন্দধ্বনি জাগাও গগনে’ শীর্ষক পঞ্চকবির গানের আয়োজন করে অভ্যুদয় সংগীত অঙ্গন। গতকাল শুক্রবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠানজুড়ে ছিল সাম্যের জয়গান। রবীন্দ্রনাথ ঠাকুর, দিজেন্দ্র লাল(ডিএল) রায়, রজনীকান্ত, অতুলপ্রসাদ ও কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্ম নিয়ে আয়োজন করা হয় পঞ্চকবির গানের আসর। অনুষ্ঠানে অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে, অধ্যাপক সরোজ কান্তি সিংহ হাজারী ও কবি জিল্লুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন অভ্যুদয় সংগীত অঙ্গনের সভাপতি প্রদ্যুৎ মজুমদার। বক্তারা বলেন, সুস্থ সাংস্কৃতিক আন্দোলনের মধ্য দিয়ে মৌলবাদ ও সাম্প্রদায়িক অপশক্তিকে পরাজিত করতে হবে। পঞ্চকবি সবসময় সাম্য, দেশপ্রেমের কথা বলতেন। সংগীত আমাদের অন্ধকার থেকে দূরে রাখে, দেশপ্রেম জাগায়। পঞ্চকবির গান-কবিতা যুগে যুগে বাঙালিকে প্রেরণা জুগিয়েছে। দেশপ্রেম, প্রকৃতি ও মানবপ্রেমের অনুরণন উঠেছে তাদের সৃষ্টিতে। সেই প্রেম ছড়িয়ে পড়–ক সবখানে। আলোচনার পর অভ্যুদয়ের শিল্পীরা পঞ্চকবি রবীন্দ্রনাথ, ডিএল রায়, রজনীকান্ত, অতুলপ্রসাদ ও কাজী নজরুল ইসলামের গান পরিবেশন করেন। ‘আনন্দধ্বনি জাগাও প্রাণে’ গানটি দিয়ে পরিবেশনা শুরু হয়। পরে একে একে অগ্নিশিখা এসো এসো, বেলা বয়ে যায়, আজি গাও মহাগীত, সে কেন দেখা দিলরে, মুরলী কাঁদে ইত্যাদি গান পরিবেশন করেন শিল্পীরা। অনুষ্ঠানটি উৎসর্গ করা হয় প্রয়াত সাংবাদিক অরুণ দাশগুপ্ত, শব্দসৈনিক কামাল লোহানী, শিল্পী সুব্রত বড়–য়া রনি, শিল্পী মিতা হক, সংগঠক আবদুস সালাম আদু, কবি খালিদ আহসান ও কবি শাহেদ আনোয়ারকে।

# ০৪.১২.২০২১ চট্টগ্রাম #