শিল্প সাহিত্য

দেখা তো হতেই হবে

– রুখসানা

দেখা তো হতেই হবে
আজ নয়ত কাল,
আকাশ ভরে উড়বে সেদিন
সাদা বকের পাল।
শনির বলয় টুকরো হয়ে
উঠবে সন্ধ্যা তারা,
আনন্দেতে ভাসিয়ে দিব
শুকনো হৃদ পাড়া।
ভোরের আলোয় জ্বালব আমি
খুশীর হাজার প্রদীপ,
বুকের ভেতর ধরবে কাঁপন
বাজবে ধিকি ধিক্।
জোনাক জ্বলার মাতন হবে
আমার চারিধার,
ফিরে যাবে কষ্টরা সব
নামবে সকল ভার।
হতেই হবে দেখা জানি
আজ না হোক কাল,
আলাপনে জড়িয়ে নিব
কুয়াশা ভেজা শাল।