চলমান সংবাদ

চট্টগ্রামে সমাবেশ মঞ্চ ভেঙে পড়ে গেলেন বিএনপি নেতারা সমাবেশকে কেন্দ্র করে তীব্র যানজট, চরম ভোগান্তি

বেগম খালেদা জিয়ার মুক্তি ও তাকে বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে নগরীতে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে তীব্র যানজট সৃষ্টি হয়। মঙ্গলবার (৩০ নভেম্বর) দুপুর থেকে নগরীর নতুন ব্রিজ থেকে চান্দগাঁও থানা পর্যন্ত যানজট হয়। স্থবির হয়ে পড়ে সব সড়ক। অসহনীয় যানজটে দুর্ভোগে পড়েন বিভিন্ন গন্তব্যের মানুষ। এদিকে বাকলিয়ার কালামিয়া বাজারস্থ কেবি কনভেনশন হলে বিএনপির সমাবেশের মঞ্চ আকস্মিকভাবে ভেঙে পড়ে। এতে মঞ্চে থাকা বিএনপির দুইজন নেতা আহত হয়েছেন বলে জানা গেছে। সমাবেশে থাকা বিএনপির নেতাকর্মীরা জানান, চটগ্রাম মহানগর, দক্ষিণ ও উত্তর জেলা বিএনপি’র উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়। মঙ্গলবার (৩০ নভেম্বর) দুপুর ৩টার দিকে মঞ্চ আকস্মিকভাবে ভেঙে পড়ে। এতে উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার বেলায়ত হোসেন আহত হন। এ সময় মঞ্চে ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বিভাগীয় ও মহানগর উত্তর-দক্ষিণ জেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা জানান, দুপুরের কিছু আগে থেকেই নগরে ঢুকতে শুরু করে নেতাকর্মীদের বহনকারী বাস-মাইক্রোবাস। সবার গন্তব্য একদিকে হওয়ায় বাকলিয়ামুখী রাস্তাগুলোয় যানবাহনের চাপ বেড়ে যায়। প্রধান সড়ক থেকে অলিগলি পর্যন্ত ছিল যানবাহনের প্রচন্ড চাপ। বেলা বাড়ার সাথে সাথে সড়কে যানজট তীব্র আকার ধারণ করে। অসহনীয় যানজটে দুর্ভোগে পড়েন বিভিন্ন গন্তব্যের মানুষ। বিভাগীয় সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, সরকার ভুল ব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। বেগম খালেদা জিয়ার বিদেশ যেতে আইনে বাধা নেই, সরকার বাধা। আইনে বিনাশর্তে বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো সম্ভব। দেশের সকল মানুষের দাবি বেগম জিয়াকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা। বেগম জিয়ার বিনাশর্তে মুক্তি দাবি জানিয়ে ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, আওয়ামী সরকার দেশকে ধ্বংসের শেষপ্রান্তে নিয়ে গেছে। সরকারকে একটি ধাক্কা দিতে পারলেই কোন ধরনের অস্তিত্ব থাকবে না। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মো. নাছির উদ্দীন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা গোলাম আকবর খন্দকার, এস. এম ফজলুল হক, বিএনপি’র যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, বিএনপির কেন্দ্রীয় চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব আবুল হাশেম বক্করের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান, হুম্মাম কাদের চৌধুরী, আবদুল ওয়াদুদ ভূঁইয়া, জালাল উদ্দীন মজুমদার প্রমুখ।

# ৩০.১১.২০২১ চট্টগ্রাম #