চলমান সংবাদ

চট্টগ্রামের বস্তিতে করোনার টিকাদান শুরু

চট্টগ্রামের বস্তিতে করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। রোববার দুপুরে ২টা ১৫ মিনিতে টিকা কার্যাক্রম উদ্বোধন করেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মোহাম্মদ আসিফ খান। শুরু হওয়া এই বিশেষ টিকাদান কর্মসূচির আওতায় প্রথম ধাপে দুই হাজার বস্তিবাসীকে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রথম দিনে এই কর্মসূচির মাধ্যমে টিকা পেয়ে বেশ খুশি বস্তিবাসীরাও। তারা বলেছেন, মহামারির এই প্রতিষেধক পেয়ে আনন্দ ব্যক্ত করেছেন বস্তিবাসীরা। সরকারের এমন উদ্যোগে তারা উপকৃত হয়েছেন। এদিকে দুপুর দুইটায় টিকা প্রদানের সময় নির্ধারণ করা হলেও সময়ের আগেই ভিড় করেন প্রত্যাশীরা। এসময় টিকা নিতে আসা মানুষের দীর্ঘ লাইন দেখা যায়। নগরের ঝাউতলা ছিন্নমূল বস্তিতে রেজিস্ট্রেশন ছাড়া টিকাদানের এই কার্যক্রম শুরু হয়। রোববার (২১ নভেম্বর) দুপুর ২ টা থেকে শুরু হয় এ কার্যক্রম, চলে বিকেল ৫টা পর্যন্ত। এইদিন ৫০০ জনকে টিকা দেওয়া হয় বলে জানিয়েছে সিভিল সার্জন কার্যালয়। এছাড়া সব মিলিয়ে ৩ দিনে প্রায় ২ হাজার জনকে টিকার আওতায় আনা হবে। ডেপুটি সিভিল সার্জন ডা. আসিফ খান বলেন, টিকাদান কার্যক্রম শুরু করেছি৷ মানুষের মধ্যে বেশ আগ্রহ দেখা যাচ্ছে। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর এ কার্যক্রমে সহায়তা করছেন। আশা করছি সুষ্ঠুভাবে টিকাদান শেষ করতে পারবো।

# ২১।১১।২০২১ চট্টগ্রাম #