মতামত

মোঃ ফরহাদ কিভাবে ‘মোঃ ফরহাদ’ হলেন? ১ম পর্ব

– এম. এম. আকাশ

কমরেড মোঃ ফরহাদ (ফাইল ছবি)

একজন বিপ্লবীর উত্থান

মোহাম্মদ ফরহাদকে নিয়ে কিছু লেখার অর্থ হচ্ছে প্রাক্তন পূর্ব-পাকিস্তান ও বর্তমান বাংলাদেশের বাম আন্দোলনের প্রতি আরেকবার এক মনোযোগী দৃষ্টিপাত। কমরেড ফরহাদ এর জন্ম হয়েছিল ১৯৩৮ সালে অর্থাৎ আমার ভূপৃষ্টে আসার প্রায় ১৬ বছর আগের ঘটনা। সুতরাং আমার সঙ্গে তাঁর ব্যক্তিগত ঘনিষ্ঠতার কোন সুযোগ ছিল না। তাই স্বাভাবিক ভাবেই এই লেখাটি ব্যক্তিগত স্মৃতিচারণ না হয়ে বরং প্রধানত: হবে এক ধরণের রাজনৈতিক স্মৃতিচারণ।
তাঁকে আমি দেখেছি একজন অত্যন্ত সম্মানিত অগ্রজ পার্টি নেতা হিসাবে। পার্টির এক প্রান্তে ছিলেন ত্রিশ ও চলি­শ দশকের সর্বত্যাগী বৃদ্ধ কমিউনিস্ট দাদারা জ্ঞান চক্রবর্তী, অনিল মুখার্জী, জিতেন ঘোষ, মণি সিংহ, হেনা দি, অনিমা দি প্রমুখ নেতৃবৃন্দ। আরেক প্রান্তে ছিলাম আমরা এক ঝাঁক তরুণ-তরুণী, কিশোর-কিশোরী যারা মুক্তিযুদ্ধের প্রজন্ম এবং সমাজতন্ত্রের প্রতি বিপুলভাবে আকৃষ্ট। আর মাঝখানে ছিলেন ৬০ দশকের বিশ্ববিপ্লবী আন্দোলনের তরঙ্গশীর্ষের তরুণ-তরুণীবৃন্দ: মোহাম্মদ ফরহাদ, বজলুর রহমান, সাইফুদ্দিন আহমেদ মানিক, মতিয়া চৌধুরী, রাশেদ খান মেনন, মঞ্জুরুল আহসান খান, মতিউর রহমান, মালেকা বেগম, মুজাহিদুল ইসলাম সেলিম প্রমুখ নেতৃবৃন্দ। এঁরা ছিলেন ষাট দশকের “Stonming Heavens” বা স্বর্গের ঝটিকাবাহিনী। আর এই ষাট দশকের বিপ্লবী নক্ষত্রপুঞ্জের মধ্যে (যাঁদের সবার নাম আমি এখানে বলতে পারি নি বলে যারপরনাই ক্ষমাপ্রার্থী)। সবচেয়ে জ্বলজ্বলে নক্ষত্রটি ছিল নি:সন্দেহে মোঃ ফরহাদ। জ্বল-জ্বলে এই অর্থে নয় যে তিনি ছিলেন এদের মধ্যে একজন “কেরেসমেটিক” না, তা তিনি ছিলেন না, কিন্তু তিনি যে গুরুত্বপূর্ণ স্থানটি দখল করেছিলেন তা আর কারো পক্ষে দখল করা সম্ভব হয় নি। তিনি ছিলেন আমাদের সর্বত্যাগী প্রবীণ কমিউনিস্ট প্রজন্ম এবং পরবর্তী নবীন প্রজন্মের কমিউনিস্টদের মাঝে অন্যতম এক “সেতুবন্ধন”। তিনি এমন একটি সংযোগসেতুর ভূমিকা পালন করতে সক্ষম হয়েছিলেন যা একইসঙ্গে সমান দৃঢ়তায় নবীন ও প্রবীন প্রজন্মকে আঁকড়ে ধরতে সক্ষম হয়েছিল। এই দুই পৃথক স্বত্তাকে এক গ্রন্থিতে গ্রন্থিবদ্ধ করার অদ্ভূত ক্ষমতার নামই মোহাম্মদ ফরহাদ। জীবনের প্রতি প্রীতি, আধুনিক ব্যক্তিস্বাতন্ত্র্য, সৃজনশীলতা, টগ-বগে তারুণ্য, প্রতিভা ও পরিশ্রম ইত্যাদি গুনে সমৃদ্ধ নবপ্রজন্মকে পার্টিতে টেনে আনার জন্য যে ধরণের একটি পরশপাথরের প্রয়োজন অনুভব করেছিলেন দাদারা, সম্ভবত: মোঃ ফরহাদের মাঝেই তাঁরা তা খুঁজে পেয়েছিলেন। আমি মনে করি আমাদের দেশের বাম আন্দোলনে এটাই মোহাম্মদ ফরহাদের অনন্য কৃতিত্ব। এমন একটি “আলকেমী” যা নবীন ও প্রবীন প্রজন্মের মহৎ ও ভালো গুণগুলিকে নিজের মধ্যে ধারণ করতে সক্ষম হয়েছিল।

পাকিস্তান ছিল একটি অগণতান্ত্রিক সাম্প্রদায়িক রাষ্ট্র। ভারতে গান্ধিজী ও জওহরলাল নেহেরুর নেতৃত্বে কমিউনিস্টরা যেটুকু সুযোগ-সুবিধা ভোগ করতে সক্ষম হয়েছিলেন পাকিস্তানে তার আদৌ কোন সুযোগ ছিল না। পাকিস্তানের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কমিউনিস্টদের অধিকাংশ সময় থাকতে হয়েছে “আন্ডার গ্রাউন্ডে”। কমিউনিস্ট মানেই তখন ছিল জেল-জুলুম-নির্যাতন। কমিউনিস্ট রাজনীতিতে যাঁরাই তখন দীক্ষা নিয়েছেন তাদের ধরে নিতে হয়েছে যে জীবনটা সুখের এবং নিরাপদ হবে না। কমরেড ফরহাদও খুব অল্প বয়সেই মনস্থীর করেছিলেন যে “কঠিনকেই” তিনি ভালবাসবেন। ১৯৫২ সালে তার বয়স যখন মাত্র ১৬ বছর এবং তিনি যখন মাত্র নবম শ্রেণীর ছাত্র তখনই তার রাজনৈতিক প্রতিজ্ঞার সূচনা। এই বিষয়ে তার নিজের স্মৃতিচারণ:
“লেনিনের বই পড়েছিলাম ‘কি করিতে হইবে’, নবম শ্রেণীর ছাত্র অবস্থায়।… মোদ্দা কথায় অবশ্য একটা কথা বুঝেছিলাম যে ধনী আর দরিদ্র, শোষক আর শোষিত এই হল মূল দ্বন্দ্ব। আর শোষণমুক্ত সমাজের নাম হলো ‘সমাজতন্ত্র’। সমাজতান্ত্রিক মানুষের জীবনের সুখ আর আনন্দের ছবি দেখেছিলাম অনেক বইয়ে, পত্র-পত্রিকায়। বিলাত আমেরিকার মানুষের জীবনের ছবিও দেখেছিলাম। সেগুলোও সুন্দর। কিন্তু মন বলতো, সে সব দেশে শান্তি নাই, মানুষের উপর শোষণ আছে সে সব দেশে। কাজেই অল্প বয়সে ভক্ত হয়ে গেলাম সমাজতন্ত্রের। আমার স্কুলের খাতায় আঁকতাম কাস্তে-হাতুড়ির ছবি”। [মোহাম্মদ ফরহাদ, ‘স্মৃতি থেকে’ মোহাম্মদ ফরহাদ নিবেদিত রচনাগুচ্ছ, ১৯৮৮, পৃ: ১১৩]।
“কাস্তে- হাতুড়ির” পক্ষে এই সিদ্ধান্ত নেহাত সখের সিদ্ধান্ত ছিল না। তিনি অল্প বয়সেই বুঝেছিলেন যে তিনি যে রাজনীতির পথ বেছে নিয়েছেন সেখানে “জেল-জুলম” অনিবার্য। স্মৃতিচারণে মোঃ ফরহাদ বাবাকে যা বলেছিলেন তা এখানে তুলে ধরছিঃ
“আমি যখন ঘোরতর রাজনীতি শুরু করি ১৫ বছর বয়সে, আমাকে মিছিলে পথে দেখে রাতে বাসায় এসে বাবা জিজ্ঞাসা করেছিলেন, তুই কি লেখাপড়া করবি, না রাজনীতি করবি? আমি বলেছিলাম- লেখাপড়া করব, কিন্তু দেশের কাজও করব, জেলে যাব।” [স্ত্রীকে লেখা পত্র, ২৫-১২-৭৬]
জেলে যাওয়ার আগেই জেলে যাওয়ার রিহার্সাল শুরু করেছিলেন মোহাম্মদ ফরহাদ। “মোহাম্মদ ফরহাদঃ জীবন ও সংগ্রাম” গ্রন্থে গবেষক নিতাই দাস লিখেছেন
“মোঃ ফরহাদ শুনেছিলেন যে জেলে গেলে খালি মেঝেতে ঘুমাতে হয় এবং বিছানা-মশারী কিছুই দেয়া হয় না। ঐ কষ্টের জীবনের প্রস্তুতি নেওয়ার জন্য তিনিও তক্তপোষ থেকে বিছানা-মশারী গুটিয়ে নেন। এভাবে খালি তক্তপোষে মশার দংশন সহ্য করে তাঁর অনেক রজনী অতিবাহিত হয়েছিল। একদিন অবশ্য তিনি এই অবস্থায় বাবার কাছে ধরা পড়ে যান।”
এই তথ্যটি অবশ্য মোঃ ফরহাদ কমরেড নিতাই দাসকে জানান নি। এটা কিভাবে তিনি জেনেছিলেন তার বর্ণনা দিতে গিয়ে গ্রন্থভুক্ত পাঁচ নম্বর টীকায় (পৃ: ৫৬) লেখক লিখেছেন,
“এই সময় তাদের এক আত্মীয় আজিমউদ্দিন মোহাম্মদ ফরহাদের সাথে একই ঘরে থাকতেন। ফরহাদ তাকে এই ঘটনা কারো কাছে প্রকাশ না করার জন্য অনুরোধ জানান। কিন্তু সাদাকাতুল বারী একদিন গুটানো বিছানা দেখে আজিমউদ্দিনকে প্রশ্নবানে জর্জরিত করে সব জেনে নেন।” [সাক্ষাৎকার,আজিমউদ্দিন, বোদা, জেলা: পঞ্চগড়]

চলবে . . .

লেখকঃ রাজনীতিবিদ ও অর্থনীতিবিদ, অধ্যাপক, অর্থনীতি বিভাগ,  ঢাকা বিশ্ববিদ্যালয়