চলমান সংবাদ

ক্ষুদ্ধ স্বদেশীর গান” নাট্য অভিনয়ে মাধ্যমে সিআরবি রক্ষার দাবি

প্রাণ-প্রকৃতিতে ভরপুর চট্টগ্রামের ফুসফুস সিআরবি রক্ষার আন্দোলনে সকল শ্রেনি-পেশার মানুষ, সাংস্কৃতিক কর্মী-সংগঠক, রাজনিতীবিদ, প্রগতিশীল-সচেতন ব্যক্তিরা এক হয়েছেন। প্রাণের দাবি আদায়ে নানা মাধ্যমে চলছে আন্দোলন। এসব কর্মসূচিতে অংশগ্রহণকারীদের বক্তব্য একটি- প্রাণ-প্রকৃতিতে ভরপুর চট্টগ্রামের ফুসফুস সিআরবি ধ্বংস করে কোন স্থাপনা নির্মাণ করা যাবে না। দশটি হাসপাতাল হোক কিন্তু তা সিআরবিতে নয়। সিআরবি রক্ষা দাবী নিয়ে নাগরিক সমাজ, চট্টগ্রামের মঞ্চে এবার নাট্যাধার পরিবেশন করেন নাটক “ক্ষুদ্ধ স্বদেশীর গান”। আহমেদ কবিরের রচনায়, মাশরুজ্জামান মুকুট নির্দেশনায় এতে অংশ নেন জসিম উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম তুহিন, তানিয়া আকতার, উৎপল জয়, সুলতান আহমেদ। অভিনয়ের মাধ্যমে শিল্পীরা প্রকৃতিক ফুসফুস সিআরবি রক্ষার দাবি জানান। হাজার বছরের প্রকৃতিক লীলাভূমি সিআরবি, স্রষ্টার তৈরি প্রকৃতিক হাসপাতাল, এখানে রয়েছে শতবর্ষী বৃক্ষ অরণ্য, এটা বৃক্ষের জাদুঘর। টাকা দিয়ে হাসপাতাল নির্মাণ করা যাবে কিন্তু আর একটি সিআরবি নির্মাণ করা যাবে না। সিআরবি রক্ষার আন্দোলনের নানান শ্রেণি পেশার মানুষের পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনও প্রতিবাদে অংশ নেন। প্রতিবাদ সমাবেশ বক্তব্য রাখেন নাগরিক সমাজ চট্টগ্রামের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুস, বীর মুক্তিযোদ্ধা ড. ইদ্রিস আলী, কবি হোসাইন কবির, ঋত্বিক নয়ন, আবৃত্তি শিল্পী প্রনব চৌধুরী, মহা নগর ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি, মোরশেদুল আলম চৌধুরী, হুমায়ুন কবির মাসুদ, সাবের আহমেদ, আকরাম হোসেন, লেখক দিলরুবা খানম, মোহাম্মদ রুবেল শিকদার, তানভীর মেহেদী মাসুদ, যুব নেতা মোরশেদ আলম, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম মায়মুন উদ্দীন মামুন,আওয়ামীলীগ নেতা তাপস দে, তৈয়বা জহির আরশি, নোমান চৌধুরী রাকিন, ইমরান হোসাইন ইমন, সাঈদ বিন আব্দুল্লাহ নাহিদ, অনির্বাণ দত্ত, ইশতিয়াক নকিব রেশাদ, সাজ্জাদ হোসেন জাফর, আবদুল মজিদ, নুরুল আজম, মাহিন প্রমুখ।