কবি শাহিদ আনোয়ার স্মরণে শিল্প সাহিত্য

মন্ত্র যদি জানা থাকে ——রক্তে রক্তে

-ফাউজুল কবির

[ অনুজপ্রতিম কবি শাহিদ আনোয়ার এর স্মৃতিতে ]
[কবি শাহিদ আনোয়ার : কবিতাসারথি]
মন্ত্র যদি জানা থাকে– রক্তে রক্তে
শুঁড়িখানার নুড়ির মধ্যে ফুল ফুটানো সহজ
ফুল ফুটিয়ে চলেই গেলে সন্ত একা
বুকের কবি জানতো তোমার জন্ম-মৃত্যু জমজ
তোমার শব্দ তোমার ধ্বনি স্নায়ুকোষে
কোরাস করে মিছিল তোলে ছন্দে আনে মদ্য
আমি জানি এ সংসারে ইচ্ছা ছিলো
পাথর খুঁদে — লিখবে তুমি সব হৃদয়ের পদ্য
স্বপ্ন যখন আকাশ ছুঁয়ে স্মৃতির পাতায়
অবোধ শিশু নৃত্য করে –মন্ত্র জপে মন্ত্র
মনের খেলা প্রাণের দোলা মরমি রঙে
ওষ্ঠ পোড়ায় তৃষ্ণা জাগায় মনবান্দুরা যন্ত্র
জীবন বড় নিঠুর শিল্পী শিরায় শিরায়
কষ্ট ছড়ায় কাব্য আঁকে ব্যথার মনোটোনাস
বেঁচে থাকার অর্থ আছে স্বপ্ন আছে
তবু তুমি জেনেছিলে দুঃখের ক্যাকোফোনাস ।
ফাউজুল কবিরঃ কবি, শিক্ষক ও মুক্তিযোদ্ধা