চলমান সংবাদ

চট্টগ্রামে মন্ডপে নেয়ার পথে প্রতিমা ভাঙচুর, গ্রেপ্তার ৩

নগরীতে দুর্গা প্রতিমা বহনকারী গাড়িতে হামলা চালিয়ে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। ট্রাকে করে দুর্গাপূজার মন্ডপে প্রতিমা নিয়ে যাবার সময় জাম্বুরা ছুঁড়ে মেরে প্রতিমা ভেঙে দেওয়া হয়। রোববার (১০ অক্টোবর) রাত ১১ টার দিকে নগরীর কোতোয়ালী থানার ফিরিঙ্গিবাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে পূজার্থীরা থানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। বিক্ষোভের মুখে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে। প্রত্যক্ষদর্শী ও পূজার্থীরা জানান, ফিরিঙ্গিবাজার শিববাড়ি পূজামন্ডপের জন্য মিনি ট্রাকে করে প্রতিমা নিয়ে যাওয়া হচ্ছিল। ফিরিঙ্গিবাজারে ফলের আড়তের সামনে ট্রাক থেকে জাম্বুরা নামানো হচ্ছিল। ঢোলবাদ্য সহকারে প্রতিমা নেওয়ার সময় দোমায়াপুকুর পাড় এলাকায় আড়তের সামনে থেকে জাম্বুরা ছুঁড়ে মারা হয়। জাম্বুরার আঘাতে দুর্গা ও স্বরস্বতী প্রতিমার একটি করে হাত ভেঙে গেছে। সরস্বতীর বাহন হাঁসের মাথা ভেঙে যায়। ঘটনার পর ফিরিঙ্গিবাজার ও আশেপাশের পূজামন্ডপ থেকে কয়েকশ পূজার্থী কোতোয়ালী থানা ঘিরে বিক্ষোভ শুরু করেন। এসময় তারা সড়কও অবরোধ করে। বিক্ষোভের মধ্যেই পুলিশ অভিযান শুরু করে ফলের আড়তে গিয়ে জাম্বুরাবোঝাই ট্রাকের চালক ও সহকারীকে গ্রেপ্তার করে। পরে আরো একজন শ্রমিককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হচ্ছে দুলাল (৩৫),কবির (৪২) ও ইকবাল (৩২)। পরে বিক্ষোভকারীদের বুঝিয়ে পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে আনা হয়। খবর পেয়ে নগর পুলিশের উপকমিশনার বিজয় বসাক, মহানগর পূজা উদযাপন কমিটির সভাপতি আশীষ ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক হিলে-াল সেন উজ্জ্বল, ফিরিঙ্গিবাজার ওয়ার্ডের কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিনসহ অন্যান্য নেতা ঘটনাস্থলে যান। পরে তারা ঘটনাস্থলের অদূরে শিব বাড়ি পূজামন্ডপেও যান। শিববাড়ি পূজা উদযাপন পরিষদের সভাপতি অমিত কুমার হোড় বলেন, “রাত ১১টার দিকে মিনি ট্রাকে করে শিববাড়ি পূজামন্ডপে প্রতিমা নিয়ে যাওয়া হচ্ছিল। ফিরিঙ্গি বাজার দামুয়াপুকুড় পাড় এলাকা অতিক্রম করার সময় রাস্তার পাশে একটি ফলের আড়তের সামনে থেকে কয়েকজন শ্রমিক প্রতিমার ট্রাক লক্ষ্য করে জাম্বুরা ছুড়ে মারে। এতে দুর্গা ও স্বরস্বতী প্রতিমার হাত ভেঙে যায়। নগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) বিজয় বসাক বলেন, ট্রাক থেকে জাম্বুরা ছুঁড়ে মেরে প্রতিমা ভাঙার ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে পরবর্তীতে আরও একজনকে গ্রেপ্তার করে। তাদের মধ্যে একজন ট্রাকের চালক, শ্রমিক এবং পরে আরেক শ্রমিককে গ্রেপ্তার করেছি, তদন্ত চলছে। ট্রাকটিও আটক করা হয়েছে। যারাই ঘটনায় জড়িত, সবাইকে ধরা হবে।’ কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ নেজাম উদ্দীন বলেন, ‘পূজামন্ডপের সভাপতি অমিত কুমার হোড় বাদী হয়ে মামলা করেছেন। ঘটনায় আরও কারা জড়িত সে বিষয়ে আমরা খোঁজখবর নিচ্ছি। পরিস্থিতি এখন শান্ত আছে।’ স্থানীয় চসিক কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব বলেন, ‘ফিরিঙ্গিবাজারে অর্ধশতাধিক ফলের আড়ত আছে। সেখানে প্রতিদিন ট্রাকে করে ফল আসে। পরিবহনের ও আড়তের মিলিয়ে সেখানে কয়েক হাজার শ্রমিক কাজ করে। বাইরের জেলা থেকেও অনেক শ্রমিক আসে। তাদের মধ্যে কেউ এ ঘটনা ঘটাতে পারে।’
# ১১.১০.২০২১ চট্টগ্রাম #