চলমান সংবাদ

মোহাম্মদ মুছা ছিলেন একজন আদর্শবান, দেশ প্রেমিক ও ত্যাগী রাজনীতিবিদ

৬৯‘র গণভ্যুত্থানের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব ও ত্যাগী রাজনীতিবিদ মোহাম্মদ মুছার মৃত্যুতে গতকাল চট্টগ্রামের নন্দনকাননের ফুলকিস্থ এ কে খান মিলনায়নে এক শোক সভা অনুষ্ঠিত হয়। কবি ও সাংবাদিক আবুল মোমেনের সভাপতিত্বে এবং অধ্যাপক কানাই দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত শোক সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা ও রাজনীতিবিদ আবু তাহের মাসুদ, যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনালের অন্যতম পাব্লিক প্রসিকিউটার এডভোকেট রাণা দাশ গুপ্ত, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ শাহ আলম, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চট্টগ্রাম জেলা কমিটির সাধারন সম্পদক কমরেড আশোক সাহা, বীর মুক্তিযাদ্ধা আওয়ামী লীগনেতা আবু তৈয়ব, সবেক ছাত্র ইউনিয়ন নেতা এডভোকেট আনোয়ারুল কবির চৌধুরী, অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর, সাবেক ছাত্রনেতা অধ্যাপক নাজিম মুরাদ, গনফোরাম নেতা মহিউদ্দিন,  মোহাম্মদ মুছার সন্তান ডা.ইয়াসরীব হায়দার সম্রাট জামাতা কুতুব উদ্দিন শাহ ইমন । শোক সভায় জুম প্লাটফর্মে যুক্ত হয়ে বক্তব্য রাখেন মার্কিন যুক্তরাষ্ট্রস্থ প্রগ্রেসিভ ফোরামের সভাপতি খোরশেদুল ইসলাম, ডাকসুর সাবেক জিএস মাহাবুব জামান, মহিলা পরিষদ নেত্রী দিল আফরোজ বেগম এবং অনলাইন ওয়েব পোর্টাল প্রগতির যাত্রী ডট কম এর সম্পাদক উৎপল দত্ত। সভায় বক্তারা বলেন, সমাজে এখন চরম অবক্ষয় চলছে। ফলে সমাজে সৎ, যোগ্য এবং মানসম্পন্ন মানুষের সংখ্যা ক্রমশ কমে যাচ্ছে। দেশে আজ সৎ ও যোগ্য ডাক্তারের অভাব, সৎ ও যোগ্য শিক্ষকের অভাব অর্থাৎ প্রতিনিধিত্বশীল মানুষের বড় অভাব পরিলক্ষিত হচ্ছে। কিন্তু মোহাম্মদ মুছা ছিলেন একজন সৎ যোগ্য ও নীতিবান মানুষ এবং আদর্শের প্রতি অবিচল একজন স্বাচ্ছা রাজনীতিবিদ। শিক্ষকরা যদি মানুষ গড়ার কারিগড় হয়ে থাকেন তাহলে মোহাম্মদ মুছা ছিলেন সৎ আদর্শবান ও দেশপ্রেমিক রাজনৈতিক কর্মী গড়ার কারিগড়। মোহাম্মদ মুছা ৬০’র দশকে রাজনীতিতে যুক্ত হয়েছিলেন। যে সময়টা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক গৌরবোজ্জ্বল সময়। তিনি সে সময়টাকে খুব ভালভাবেই রপ্ত করতে পেরেছিলেন। শিক্ষা জীবন শেষ করে তিনি গ্রামে ফিরে গিয়ে কৃষকদের সংগঠিত করার জন্য কৃষক সমিতি করেছিলেন। দেশের শ্রমজীবী মানুষের মুক্তির লক্ষে শ্রমিক শ্রেণির পার্টি কমিউনিস্ট পার্টিকেও সংগঠিত করেছিলেন। ৭১ এর মুক্তিযদ্ধেও তার অনন্য ভূমিকা ছিল। তিনি ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। তিনি মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন দেশ মাতৃকার মুক্তির জন্য তাই তিনি মুক্তিযোদ্ধার ভাতা কিংবা সার্টিফিকেট কোন কিছুই নেয়ার প্রয়োজন মনে করেন নি। বক্তারা আরো বলেন, একটি কল্যাণকর ও শোষনমুক্ত সমাজ প্রতিষ্ঠায় মোহাম্মদ মুছার মত দেশ প্রেমিক রাজনীতিবিদের খুব বেশি প্রয়োজন।

# ২৫/৯/২০২১, চট্টগ্রাম #