চলমান সংবাদ

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও আশির দশকের ব্যতিক্রমী যুব আন্দোলন নিয়ে স্মৃতি চারণ অনুষ্ঠান

মুক্তিযুদ্ধে যোগদান ও মুক্তিযুদ্ধকালীন অপারেশন, আশির দশকের বন্যার সময়ে সাড়া জাগানো স্যালাইন প্রকল্প, সাভার স্মৃতি সৌধ থেকে কেন্দ্রীয় শহীদ মিনার লং মার্চ এবং হরিপুর তেলক্ষেত্র সিমিটার কোম্পানিকে  লিজ দেওয়ার প্রতিবাদে ঢাকা থেকে সিলেটের হরিপুর পর্যন্ত ১৫ দিন ব্যাপি পদযাত্রা এবং এই অন্যায় লিজের বিরুদ্ধে পেট্রোবাংলার দেশপ্রেমিক প্রকৌশলীদের তথ্য দিয়ে আন্দোলনে সহায়তা, চুক্তি বাতিলে ডঃ কামাল হোসেন, এডভোকেট সুব্রত চৌধুরী সহ দেশপ্রেমিক আইনজীবীদের ভূমিকা সহ যুব ইউনিয়নের বিভিন্ন ব্যতিক্রমী আন্দোলন সংগ্রাম নিয়ে অনবদ্য স্মৃতি চারণ করেন বাংলাদেশ যুব ইউনিয়নের প্রতিষ্ঠাকালীন নেতৃবৃন্দ যথাক্রমে  ডাটাসফট সিস্টেমস বাংলাদেশ এর চেয়ারম্যান  ডাকসুর প্রাক্তন ভিপি  বীর মুক্তিযোদ্ধা মাহবুব জামান ,  প্রখ্যাত কলামিস্ট ও রম্যলেখক ইউকসুর প্রাক্তন ভিপি  বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী হিলাল উদ্দিন ,  বীর মুক্তিযোদ্ধা কামরুল আহসান খান,  সিনিয়র এডভোকেট সুব্রত চৌধুরী,  প্রখ্যাত কলামিস্ট সাংবাদিক অজয় দাশগুপ্ত , মুক্তিযুদ্ধ গবেষক তাজুল মোহাম্মদ, ভুতত্তবিদ জনাব জসিম উদ্দিন এবং যুব ইউনিয়নের প্রতিষ্ঠাকালীন অন্যান্য বরেণ্য নেতৃবৃন্দ।

মুক্তিযুদ্ধের প্রজন্মের পক্ষ থেকে মুক্তিযুদ্ধের সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং সভায় উপস্থিত সহ সকল বীর মুক্তিযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা জানান প্রকৌশলী অঞ্জন কুমার দাশ। সভায় বক্তারা উল্লেখ করেন যে বিভিন্ন সীমাবদ্ধতা সত্ত্বেও দেশ উন্নয়নের পথে জোড়ালো ভাবে এবং কাঙ্ক্ষিত মাত্রায় না হলেও মুক্তিযুদ্ধের স্বপ্নের বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যাচ্ছে। উন্নয়নের এই অগ্রযাত্রায়, বিশেষত চতুর্থ শিল্প বিপ্লবের বিভিন্ন ক্ষেত্রে এখনকার প্রগতিশীল তরুন যুব প্রজন্মকে কিভাবে সফল পেশাজীবি হিসেবে গড়ে তোলা এবং কার্যকর ভাবে সামিল করা যায় তা নিয়ে বিভিন্ন ছাত্র যুব সংগঠনের সাথে সংলাপ আয়োজন করার ব্যাপারে সকলে একমত প্রকাশ করেন। বায়ান্নের ভাষা আন্দোলনের শহীদ, ভাষা সংগ্রামী, সকল স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের শহীদ, মুক্তিযুদ্ধের শহীদ, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার সহ সকল বীর মুক্তিযোদ্ধা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহীদ জাতীয় চার নেতা, ১৫ই আগষ্টের সকল শহীদ, কমরেড মণি সিংহ, কমরেড তাজুল সহ বাম প্রগতিশীল আন্দোলনের সকল নেতা কর্মীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানানোর মধ্য দিয়ে সভা সমাপ্ত হয়।

# , ১৭ই সেপ্টেম্বর ২০২১, ঢাকা #