চলমান সংবাদ

থানার ওসি পরিচয়ে রিকশা চালকের চাঁদাবাজি, গ্রেপ্তার ৩

তারা কখনো রিকশা চালক, কখনো দিনমজুর হিসেবে কাজ করে। সেবাপ্রার্থী সেজে বিভিন্ন থানায় গিয়ে থানার ওসি ও পুলিশ কর্মকর্তাদের নাম-পদবি সংগ্রহ করে। খোঁজখবর নেয় থানায় সংঘটিত বিভিন্ন ঘটনা সম্পর্কে। পরে নেই নাম-পদবি ব্যবহার করে সাধারণ লোকজনকে ফোন করে হয়রানি করে। মামলার বাদী, বিবাদীর কাছ থেকে চাঁদা দাবি করত চক্রটি। নিজেদের থানার ওসি পরিচয় দিয়ে ব্যবসায়ীদের কাছেও চাঁদা চাইতো তারা। নগরের কোতোয়ালী থানা ওসি পরিচয়ে আসাদগঞ্জের এক ব্যবসায়ীর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার তিনজন হলেন- মো. আজিম হোসেন ওরফে ইমন (২৭), আরিফ হোসেন (৩০) ও মো. তারেক (২২)। এসময় তাদের কাছ থেকে টাকা লেনদেনে ব্যবহৃত ২টি মোবাইল সেট জব্দ করেছে পুলিশ। কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ নেজাম উদ্দিন বলেন, নিজেদের থানার ওসি পরিচয় দিয়ে ব্যবসায়ীদের কাছেও চাঁদা চাইতো তারা। পরবর্তীতে ওসব টাকা তারা ভাগ করে নেয়। সাম্প্রতিক সময়ে তারা সমীর চৌধুরী নামক এক ব্যক্তিকে ভুয়া একটি মামলার রেফারেন্স দিয়ে থানায় আসতে বলে ও ৫ হাজার টাকা খরচও পাঠাতে বলে। এছাড়া গত ১৫ সেপ্টেম্বর আসাদগঞ্জের ব্যবসায়ী মো. লুৎফর রহমানকে (৪২) কোতোয়ালী থানার ওসি পরিচয়ে কল করে ২ লাখ টাকা চাঁদা দাবি করে চক্রটি। নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ওসি নেজাম বলেন, পুলিশের জিজ্ঞাসাবাদে তারা পরস্পর যোগসাজশে কোতোয়ালী থানার ওসি পরিচয়ে ২ লাখ টাকা চাঁদা দাবির কথা স্বীকার করে। ইতিপূর্বেও বিভিন্ন মোবাইল নম্বরের ব্যক্তিদের কাছ থেকে কোতোয়ালী থানা, পাঁচলাইশ থানা, পতেঙ্গা থানার এসআই পরিচয় দিয়ে বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করে চাঁদা দাবি করেছে তারা। তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। # ১৯.০৯.২০২১ চট্টগ্রাম #