চলমান সংবাদ

নিরাপত্তা রক্ষীর সাহসিকতায় এটিএম বুথের টাকা লুটের চেষ্টা বানচাল, গ্রেপ্তার ৩

নগরীতে একটি বেসরকারি ব্যাংকের এটিএম বুথের টাকা লুটের চেষ্টার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই বুথের নিরাপত্তা কর্মীর সাহসিকতায় টাকা ছিনতাইকারীরা টাকা লুট করতে পারেনি বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে নগরীর ফিরিঙ্গিবাজার মোড়ে বেসরকারি ইউসিবি ব্যাংকের এটিএম বুথের ওই নিরাপত্তা কর্মীর ফোন পেয়ে পুলিশ ধাওয়া করে আনোয়ার হোসেন বাবু (৩২), মো. জহির আলম (৩৪) ও মো. আদনান (৩৭) নামে তিনজনকে গ্রেপ্তার করে। কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ নেজাম উদ্দিন বলেন, মঙ্গলবার রাত দুইটার দিকে তিনজন মোটরসাইকেল নিয়ে বুথের সামনে যায়। এসময় তারা টাকা তোলার কথা বলে বুথের নিরপত্তাকর্মীকে দরজা খুলতে বলে। কিন্তু রাত ১২টার পরে এটিএম বুথের দরজা খোলার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের নিষেধাজ্ঞা থাকায় বুথের নিরাপত্তারক্ষী মো. নাজিম উদ্দিন (৫২) দরজা না খোলায় তারা বুথের দরজায় ধাক্কাধাক্কি করে দরজা খোলার জন্য ভয়ভীতি দেখাতে থাকে। ওসি নেজাম বলেন, তাদের হুমকির কারণে প্রহরী সরাসরি আমার সরকারি নম্বরে ফোন করে ঘটনা জানান। এসময় থানার একটি টহল দল সেখানে পৌঁছানোর সাথে তারা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। এরপর বেতার বার্তার মাধ্যমে পাশ্ববর্তী সদরঘাট ও বাকলিয়া থানা পুলিশকে সড়ক অবরোধ করতে বলা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা মেরিনড্রাইভ সড়ক দিয়ে শাহ আমানত সেতুর দিকে যেতে না পেরে চাক্তাই চামড়া গুদাম দিয়ে পালানোর চেষ্টা করে। পুলিশ এসময় ধাওয়া করে তাদের এই আটক করে। গ্রেপ্তারকৃতদের মধ্যে আনোয়ারের বিরুদ্ধে ঢাকায় অস্ত্র আইনে একটি এবং জহিরের বিরুদ্ধে চট্টগ্রামে মাদক ও মারামারির ঘটনায় একাধিক মামলা আছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, রাতের বেলায় মোটরসাইকেল নিয়ে বিভিন্ন এটিএম বুথের আশেপাশে ঘুরে বেড়ায়। সুযোগ বুঝে টাকা ছিনতাই করার চেষ্টায় থাকে। এই ঘটনায় কোতোয়ালী থানায় একটি মামলা হয়েছে।
# ১৫.০৯.২০২১ চট্টগ্রাম #