চলমান সংবাদ

“সিআরবি রক্ষার গণআন্দোলনের সামনে কোনো অপশক্তি দাঁড়াতে পারবে না”-সিআরবি রক্ষা মঞ্চের মশাল মিছিল ও মতবিনিময়সভা অনুষ্ঠিত

“সিআরবিতে ইউনাইটেড হাসপাতাল করার সিদ্ধান্ত ও চুক্তি বাতিলের দাবিতে গত দুই মাস ধরে  আন্দোলন চলছে।চট্টগ্রামের সর্বস্তরের জনগণের প্রবল বিরোধিতা সত্ত্বেও, একদিকে সরকার নীরবতা পালন করছে।অন্যদিকে সরকারদলীয় কিছু নেতা ইউনাইটেড হাসপাতালের পক্ষে নির্লজ্জ ওকালতি করছে।যাতে স্পষ্ট, সিআরবি ধ্বংস করে ইউনাইটেড হাসপাতাল করার পেছনে বড় একটি মাফিয়া সিন্ডিকেট কাজ করছে।কিন্তু জনগণের আন্দোলনের সামনে কোন অপশক্তি দাঁড়াতে পারবে না।সিআরবিতে ইউনাইটেড হাসপাতাল করার পাঁয়তারা জনগণ প্রতিহত করবে”

সিআরবি রক্ষা মঞ্চের উদ্যোগে কদমতলী মোড়ে মশাল মিছিল পরবর্তী সমাবেশে ডাঃ মাহফুজুর রহমান একথা বলেন।সিআরবিতে ইউনাইটেড হাসপাতাল নির্মাণের অবৈধ চুক্তি বাতিলের দাবিতে আজ সন্ধ্যায় সিআরবি রক্ষা মঞ্চের উদ্যোগে এক মতবিনিময়সভা ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়। মঞ্চের সমন্বয়ক মুক্তিযুদ্ধ গবেষক ডাঃ মাহফুজুর রহমানের সভাপতিত্বে আজ বিকাল ৪ টায় পলোগ্রাউন্ড ওয়াজিউল্লাহ ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময়সভায় আরো বক্তব্য রাখেন  গণমুক্তি ইউনিয়ন সভাপতি মুক্তিযোদ্ধা রাজা মিঞা, রেল সুহৃদ পরিবারের রিজওয়ানুর রহমান খান,জাতীয় মুক্তি কাউন্সিল সভাপতি এড ভূলন ভৌমিক,করদাতা সুরক্ষা পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক আমির উদ্দিন,’প্রাক্তন জাসদ’ নেতা নুরুল আরশাদ চৌধুরী, সোলায়মান খান,চন্দনপুরা মহল্লা সর্দার গোলাম মোঃ রাজু,ভাসানী ফাউন্ডেশনের সিদ্দিকুল ইসলাম,বিআরইএল এর সভাপতি কাজী আনোয়ারুল হক,রেল কারিগরী পরিষদ সাধারণ সম্পাদক এস কে বারী,গণঅধিকার চর্চা কেন্দ্রের মশিউর রহমান,সুজাউদৌলা বাবলু,আবদুল মাবুদ,স্বাধীনতা হোমিও চিকিৎসক পরিষদের ডাঃ শাহ আলম ভুঁইয়া,সম্মিলিত মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের কেন্দ্রীয় সভাপতি  ডাঃ আর কে রুবেল, সাংবাদিক রোকন উদ্দিন, সেতু ক্রীড়া প্রতিষ্ঠানের সভাপতি জাহিদা পারভীন,গণসংহতি আন্দোলন সমন্বয়কারী হাসান মারুফ রুমি,জাতীয় মুক্তি কাউন্সিল সদস্যসচিব আমির আব্বাস তাপু,বাসদ নেতা মহিন উদ্দিন,বাসদ(মার্কসবাদী) সদস্যসচিব শফি উদ্দিন কবির আবিদ,জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট জেলা সদস্যসচিব মোঃ মামুন,উদ্বিগ্ন নাগরিকবৃন্দের পক্ষে সাবেক কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস পপি,ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদের মৃদৃল কান্তি দেব,তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের প্রকৌশলী সিঞ্চন ভৌমিক,সাংবাদিক জসিম উদ্দিন,নিপীড়ন বিরোধী আইনজীবি মঞ্চের এড বিশুময় দেব,সিআরবি এলাকাবাসীর পক্ষে শান্তনু দাশ, এসকেএসপির পরিচালক ইশতিহাদ শিপন,জান্নাতুল নেসা,চৈতগ্রাম এর পক্ষে প্রকাশ মজুমদার বাবু,প্রাণ প্রকৃতি রক্ষা মঞ্চের পক্ষে ফরহাদ জামান জনি,হোটেল রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের সভাপতি মীঅজা আবুল বশর,শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক জাহেদুন্নবী কনক,সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি রায়হান উদ্দিন,গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল নেতা এ্যানি চৌধুরী,ছাত্র ফেডারেশন নেতা সাইফুর রুদ্র প্রমুখ।

সভা থেকে আগামী ১১ থেতে ২৪ সেপ্টেম্বর বিভিন্ন ওয়ার্ডে মতবিনিময়সভা ও সিআরবি রক্ষা মঞ্চের কমিটি গঠন,২৪ সেপ্টেম্বর পাহাড়তলীতে জনসমাবেশ,পরবর্তীতে গণপদযাত্রা,ঘেরাও ও অবস্থান ধর্মঘটের কর্মসূচী ঘোষণা করা হয়।

মতবিনিময়সভা শেষে সন্ধ্যায় একটি মশাল মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কদমতলীতে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

# ১০/০৯/২০২১, প্রেস বিজ্ঞপ্তি #