চলমান সংবাদ

সাম্প্রদায়িক নিপীড়নের শিকার ঝুমন দাসের মুক্তির দাবিতে উদীচীর প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ

সুনামগঞ্জের শাল্লায় সাম্প্রদায়িক নিপীড়নের শিকার, ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার ঝুমন দাসকে অবিলম্বে মুক্তি দেয়ার দাবি জানানো হয়েছে উদীচী শিল্পীগোষ্ঠী চট্টগ্রাম জেলা সংসদ আয়োজিত প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ থেকে। বুধবার (৮ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাব প্রাঙ্গনে এই সমাবেশের অনুষ্ঠিত হয়। উদীচী’র কেন্দ্র ঘোষিত দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এই সমাবেশের আয়োজন করা হয়। উদীচী শিল্পীগোষ্ঠী চট্টগ্রাম জেলা সংসদের আহ্বায়ক মাহবুবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক ডা. অসীম চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এএইচ এম জিয়া উদ্দিন, খেলাঘর উত্তর জেলার সাধারণ সম্পাদক আবুল কাশেম, খেলাঘর চট্টগ্রাম মহানগরী কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য মোরশেদুল আলম চৌধুরী, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতিমন্ডলীর সদস্য নাট্যজন সুচরিত দাশ খোকন, নাট্যকর্মী ও উন্নয়ন কর্মী বাপ্পা চৌধুরী ও উদীচী কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য সুনীল ধর। উদীচী চট্টগ্রাম জেলা সংসদের শিল্পীদের গাওয়া ‘মানুষেরই গান গায়, জীবনেরই গান গাই’ গানের মধ্য দিয়ে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ শুরু হয়। সমাবেশের বিভিন্ন পর্যায়ে উদীচীর শিল্পীরা গণসঙ্গীত পরিবেশন করেন। আবৃত্তি পরিবেশন করেন শিল্পী অনুপম বড়–য়া পারু, সুভাগত বড়–য়া ও ঈশা দে। সঙ্গীত পরিবেশন করেন সৃজামি সাংস্কৃতিক অঙ্গনের দল প্রধান সুজিত চক্রবর্তী। সমাবেশে বক্তারা বলেন, ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশের স্বাধীনতা অর্জন করেছি। ১৯৭২ সালের সংবিধানে চার মূলনীতির ভিত্তিতে দেশ পেয়েছি। কিন্তু এখন কি তার ভিত্তিতে দেশ চলছে? স্বাধীন দেশে সাম্প্রদায়িক বিষবাস্প এখনো ছড়ানো হচ্ছে। সাম্প্রদায়িকতায় পিষ্ট হচ্ছে সাধারণ মানুষ। দেশে একের পর এক সাম্প্রদায়িক নিপীড়ন হচ্ছে। শুধু সুনামমগঞ্জ নয় নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া, রংপুরেও একই ঘটনা ঘটেছে। এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। সাম্প্রদায়িক নিপীড়নে যারা জড়িত তারা বিচারের মুখোমুখি হচ্ছে না। দেশের নির্যাতিত-নিপীড়িতর অসহায়রা বিচার পায় না। যারা প্রকৃত অপরাধী তাদের শাস্তি দেয়া প্রয়োজন। হামলাকারীরা মুক্তি পেয়ে গেছে। অথচ নিরিহ ঝুমন দাস মাসের পর মাস কারাগারে বন্দি থাকছে। সাম্প্রদায়িক নিপীড়ন রাষ্ট্রীয় অসুস্থতার প্রমাণ। সাংবিধানিকভাবে বাংলাদেশ সম অধিকারের দেশ। সব ধমেৃর মানুষের সম্প্রীতি এ দেশে দেখতে চাই। নির্যাতনের শিকার ঝুমন দাসের অবিলম্বে মুক্তি চাই। # ০৮.০৯.২০২১ চট্টগ্রাম #