চলমান সংবাদ

শহীদ আব্দুর রবের বিশাল পোর্ট্রেটের উপর প্রতিবাদী গণস্বাক্ষর কর্মসূচীর মাধ্যমে ব্যতিক্রমী প্রতিবাদ সিআরবি রক্ষা মঞ্চের

চারুকলার শিক্ষক-শিক্ষার্থীদের সমন্বয়ে তৈরি শহীদ আব্দুর রবের বিশাল পোর্ট্রেটের (১৬ বাই ১২ ফুট) উপর স্বাক্ষর দিয়ে সিআরবিতে ইউনাইটেড হাসপাতাল নির্মাণের বিরূদ্ধে প্রতিবাদ জানালেন চট্টগ্রামের  মুক্তিযোদ্ধাবৃন্দ,শহীদ আব্দুর রবের পরিবার,চারুশিল্পীসহ উপস্থিত সর্বস্তরের নাগরিকবৃন্দ।চারুকলার শিক্ষক-শিক্ষার্থীদের সহযোগিতায় আজ বিকাল ৪ টায় সিআরবি সাতরাস্তার মোড়ে ব্যতিক্রমী এ প্রতিবাদ কর্মসূচীর আয়োজন করে সিআরবি রক্ষা মঞ্চ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষক জাহেদ আলী যুবরাজ,জিহান করিম,সোহরাব হোসেন সৌরভের নেতৃত্বে চারুকলার শিক্ষার্থীবৃন্দ এ পোর্ট্রেটটি নির্মাণ করেছেন।কর্মসূচীর উদ্বোধন করেন শহীদ জায়া মুশতারি শফি ও বীর মুক্তিযোদ্ধা ও সিআরবি রক্ষা মঞ্চের সমন্বয়ক ডাঃ মাহফুজুর রহমান। অসুস্থতার কারণে উপস্থিত থাকতে না পারায় ভিডিও বার্তায় উদ্বোধন ঘোষণা করে মুশতারি শফি বলেন,”এখানে শহীদ আব্দুর রবের কবরসহ মুক্তিযুদ্ধের অনেক স্মৃতিচিহ্ন আছে।আমার স্বামী শহীদ ডাঃ মোহাম্মদ শফি,ছোটভাই এহসানুল হক আনসারী-ওদেরকে ধরে নিয়ে গিয়েছে,শুনেছি তাঁদের সিআরবিতে নিয়ে হত্যা করা হয়। আরো দশজন মুক্তিযোদ্ধার স্মৃতি এখানে রয়েছে।মুক্তিযুদ্ধের স্মৃতিসম্বলিত সিআরবি এলাকাটি হাসপাতালের নামে কোনমতেই ধ্বংস হতে দেওয়া যায়না।শহীদ আবদুর রবসহ এলাকার দশজন মুক্তিযোদ্ধার স্মৃতি সংরক্ষণে সরকারকে উদ্যোগ নিতে হবে,যাতে নতুন প্রজন্ম সে বীরত্বের ইতিহাস জানতে পারে।আজ সিআরবি ধ্বংস করে হাসপাতাল করার জন্য যে তৎপরতা চলছে,তাতে আমি ভীষণ ক্ষুব্ধ,আমি চট্টগ্রামবাসীকে রুখে দাঁড়ানোর আহবান জানাচ্ছি।’’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ও শিল্প সমালোচক অধ্যাপক আবুল মনসুর ভিডিও বক্তব্যে কর্মসূচীর সাথে সংহতি জানিয়ে বলেন,‘‘সিআরবি অপরূপ সৌন্দর্য্যময় জায়গা।বিশাল বৃক্ষরাজি,উঁচুনিচু টিলা,আঁকাবাঁকা রাস্তা,মাঝামাঝি ছোট ছোট সমতল স্থান-এরকম সুন্দর স্থান পৃথিবীতে কমই আছে।আমরা দেখছি,অর্থ-প্রভাব-শক্তির কাছে আস্ত আস্তে আমরা নতিস্বীকার করেছি।একে একে সমস্ত কিছু আমরা হারাচ্ছি,চট্টগ্রামের সবচেয়ে সুন্দর জায়গাগুলি নষ্ট করা হয়েছে।এখন তারা চট্টগ্রামের ফুসফুস সিআরবিতে হাত দিয়েছে।এ শহরের শরীর অবশ করে দিয়ে,এবার ফুসফুস থেকে বায়ু নির্গত করে শেষ করে দেওয়ার চেষ্টা চলছে।সমস্ত চট্টগ্রামবাসী এর বিরূদ্ধে প্রতিবাদ করছেন,কথা বলছেন।কিন্তু যারা সিদ্ধান্ত নেওয়ার মালিক কর্তৃপক্ষ, তারা চুপ করে আছেন।তারা আশা করছেন,এ আন্দোলন স্থিমিত হবে,তখন তারানযা করার তা করবেন।এজন্যই আমাদের সজাগ ও সতর্ক থাকতে হবে,যেন আমরা সিআরবিকে না হারাই।আমরা চট্টগ্রামের সব হারিয়েছি,সিআরবিকে আমরা হারাতে চাইনা।“

ডাঃ মাহফুজুর রহমান বলেন,‘‘চাকসু’র নির্বাচিত জিএস শহীদ আব্দুর রব চট্টগ্রামে মুক্তিযুদ্ধ সংগঠিত করার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন।ভারতে ট্রেনিং ক্যাম্পে যাওয়ার পথে রাঙ্গুনিয়ায় পাকিস্তানী হানাদার বাহিনীর হাতে শহীদ হন এবং সেখানে তাঁর কবর হয়।পরবর্তীতে তাঁর পরিবার ৭২ সালের দিকে শহীদ রবের দেহাবশেষ তুলে এনে সিআরবির বর্তমান স্থানে কবর দেন,যেকারণে রেল কর্তৃপক্ষ  এ কলোনীর নামকরণ করে শহীদ আব্দুর রব কলোনী।অথচ আজ সে কলোনী এলাকাকে রেলের পরিত্যক্ত ভূমি দেখিয়ে জলের দামে ইউনাইটেড গ্রুপের হাতে তুলে দেওয়া হচ্ছে,যার সাথে বিশাল দূর্নীতি যুক্ত।এ এলাকা অবস্থিত শহীদ আব্দুর রবের কবর ও শহীদদের স্মৃতিসৌধ আজ এ ভূমিদস্যু মাফিয়াদের চক্রান্ত বাস্তবায়নে বাঁধা হয়ে দাঁড়িয়েছে।সেকারণে ইউনাইটেডের পক্ষ হয়ে চট্টগ্রামের  কোন কোন নেতা শহীদ আব্দুর রবের কবরকেই অস্বীকার করে ইতিহাস বিকৃত করার ঘৃণ্য অপচেষ্টায় নেমেছেন।এর মাধ্যমে তারা দেশের সমস্ত শহীদ মুক্তিযোদ্ধার পরিবার,মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধকেই কার্যতঃ আঘাত করেছেন।চট্টগ্রামের মুক্তিযোদ্ধারা ও সর্বস্তরের জনগণ শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিচিহ্ন ধ্বংস করে এখানে কোন হাসপাতাল হতে দেবে না।যারা জনগণের এ আবেগ ও দাবির বিরুদ্ধে দাঁড়াবেন,তারা গণধিকৃত হবেন।জনগণের শক্তির সামনে সমস্ত অপচেষ্টা পরাস্ত হবেই।“

শহীদ আব্দুর রবের পরিবারের পক্ষ হতে তাঁর বোন বক্তব্য রাখতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।তিনিবলেন,‘‘আমার চাচার নাম মুক্তিযোদ্ধা তালিকায় তোলা হয়নি,রাষ্ট্রীয় কোন স্বীকৃতি-সহযোগিতা আমাদের পরিবার পায়নি।এ কষ্ট এতদিন আমরা বুকে চেপে ছিলাম।কিন্তু আজ যখন ভাইয়ের কবর নিয়েই  প্রশ্ন তোলা হচ্ছে,কবর নেই বলা হচ্ছে,তখন শহীদ পরিবার হিসেবে আমরা চূড়ান্ত যন্ত্রণাদগ্ধ ও অপমানিত বোধ করছি।’’

মুক্তিযুদ্ধ গবেষক ও সিআরবি রক্ষা মঞ্চের সমন্বয়ক ডাঃ মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও শিল্পী ইন্দ্রানী ভট্টাচার্য্য সোমার সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসূচীতে আরো বক্তব্য রাখেন ১১ নং সেক্টরের মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ শাহ আলম,চারুকলার শিক্ষক জাহেদ আলী যুবরাজ,জিহান করিম,সামাজিক যোগাযোগ মাধ্যমে গড়ে উঠা গ্রুপ সিআরবি রক্ষা আন্দোলনের সংগঠক রিতু পারভি, মুক্তিযোদ্ধা রাজা মিঞা,রেল শ্রমিক নেতা রিজওয়ানুর রহমান, অধ্যাপক আমির উদ্দিন,সোহরাব হোসেন,চবি ‘৭১ ব্যাচের পক্ষ হতে আফম মোদাচ্ছের আলী, মশিউর রহমান খান,সিদ্দিকুল ইসলাম, হাসান  মারুফ রুমি,আমির আব্বাস তাপু, মহিনউদ্দিন, শফি উদ্দিন কবির আবিদ,  সাবেক কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস পপি, প্রকৌশলী সিঞ্চন ভৌমিক,শহীদ আব্দুর রব কলোনীবাসী  শান্তনু দাশ, নোমান উল্লাহ বাহার,রায়হান উদ্দিন,মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি ডাঃ আর কে রুবেল,মিনহাজুর রহমান শিহাব,বিজয় ’৭১ এর সভাপতি ডাঃ মোঃ আয়াজ,প্রতিষ্ঠাতা শ্রী রিপন সিং।

আগামীকাল বিকালেও পোর্ট্রেটের উপর প্রতিবাদী গণস্বাক্ষর চলবে।আগামী ৪ সেপ্টেম্বর বিকাল ৩.৩০ টায় সিআরবি সাতরাস্তার মোড়ে শহীদ আব্দুর রবের বিশাল পোর্ট্রেটটি স্থাপন করা হবে এবং এ উপলক্ষে একটি প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রাখা হয়েছে।

# সেপ্টেম্বর ২০২১, প্রেস বিজ্ঞপ্তি #