চলমান সংবাদ

বিমানবন্দরে করোনা টেস্টের ল্যাব চালুর দাবি প্রবাসীদের

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে দ্রুত করোনা পরীক্ষার জন্য র‌্যাপিড পিসিআর ল্যাব স্থাপনের দাবি জানিয়েছেন প্রবাসীরা। আগামী তিন দিনের মধ্যে র‌্যাপিড টেস্ট বসানোর বিষয়ে কোন ফলপ্রসু সমাধান না আসলে আমরণ অনশনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। মঙ্গলবার (৩১ আগস্ট) বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে মানববন্ধন কর্মসূচিতে বক্তারা এ দাবি জানান। সংযুক্ত আরব আমিরাতের ‘আমার দেশ, আমার মাটি’ নামক একটি সামাজিক ও কমিউনিটি সংগঠনের ব্যানারে আয়োজিত কর্মসূচিতে অংশ নেন সংযুক্ত আরব আমিরাত থেকে চট্টগ্রামে ফিরে আটকে পড়া প্রবাসীরা। মানববন্ধনে বক্তারা বলেন, করোনা মহামারির সময় হাজারো আরব আমিরাত প্রবাসী দেশে ফিরেছেন। দেশে ফেরার পর নিষেধাজ্ঞার কারণে তারা আটকে আছেন। প্রায় দেড় বছর সময় ধরে তারা দেশে রয়েছেন। এমন পরিস্থিতিতে অনেকেই ধার-দেনা করে অনেকটা মানবেতর জীবন যাপন করছেন। এরই মধ্যে অনেকের ভিসা ও আকামার মেয়াদ শেষ হয়ে গেছে। ফলে ৫০ হাজারের উপর প্রবাসী তাদের চাকরিস্থলে যেতে না পেরে বাংলাদেশে আটকে পড়েছে। তারা বলেন, দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ ছাড়া ভারত, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কায় আটকে পড়া প্রবাসীদের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠিয়ে নিয়েছে আবর আমিরাত। তারা শর্ত দিয়েছে, সেসব দেশ বিমানবন্দর থেকে বিমানে ওঠার ৩–৪ ঘণ্টা আগে করোনা পরীক্ষা করে নেগেটিভ সনদ দিতে পারবে তারাই সংযুক্ত আরব আমিরাতের দেশগুলোতে প্রবেশ করার অনুমতি পাবে। এমন নির্দেশনা পেয়ে ভারত ও পাকিস্তান এরই মধ্যে বিমানবন্দরে র‌্যাপিড পিসিআর ল্যাব স্থাপন করেছে। এর মাধ্যমে সেসব দেশের সংযুক্ত আরব আমিরাতের প্রবাসীরা কাজে ফিরতে পারছেন। কিন্তু এখনও পর্যন্ত আমাদের দেশে এ ব্যাপারে কোনো ব্যবস্থায় নেয়নি সরকার। এতে হাজার হাজার প্রবাসীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। এসময় অবিলম্বে বাংলাদেশের ৩টি বিমান বন্দরে র‌্যাপিড টেস্ট মেশিন বসানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন তারা। অন্যথায় আগামী তিন দিনের মধ্যে র‌্যাপিড টেস্ট বসানোর বিষয়ে কোন সমাধান না আসলে আমরণ অনশনের মতো কর্মসূচি পালন করার হুশিয়ারি দেন। ‘আমার দেশ আমার মাটি’ সংগঠনের সভাপতি মো. মোক্তার হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাবের সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠাতা সভাপতি শিবলী আল সাদিব, ফুজেইরা যুবলীগের সভাপতি মো. ফরিদুল আলম, বাংলাদেশ কমিউনিটি নেতা মো. বেলাল হোসেন, মো. ফয়সাল, মো. আবদুল্লাহ আল মামুন, মো. নজরুল, মো. দিদার, গিয়াস উদ্দিন সিকদার, কাজী সালাউদ্দিন, মো. জাবেদুল ইসলাম, মো. মোস্তফা, মো. মনির, মো.শওকত, মিঠন কান্তি দত্ত, তপন নাগ, গৌতম দাশ, মো. আজিজ, মো. ফারুক প্রমুখ। প্রসঙ্গত, করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত ১৩ মে বাংলাদেশের ফ্লাইটের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে আবর আমিরাত। এ কারণে কেউ সংযুক্ত আরব আমিরাতে প্রবেশ করতে পারছেন না।
# ৩১.০৮.২০২১ চট্টগ্রাম #