চলমান সংবাদ

টাইগারপাসের নান্দনিক সৌন্দর্যসহ চট্টগ্রামের পরিবেশ প্রকৃতি রক্ষায় পদক্ষেপ নেব

– সিটি মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ( চসিক) মেয়র রেজাউল করিম চৌধুরী বলেছেন, টাইগারপাসের উপর দিয়ে ফ্লাইওভার নির্মানে আমি আপত্তি জানিয়েছি। এই ঐতিহ্যসহ চট্টগ্রামের সকল রাজনৈতিক, সাংস্কৃতিক ও প্রাকৃতিক সৌন্দর্য রক্ষায় চসিক কাজ করে যাবে। পাহাড় – সাগর- নদী ও সবুজ বন- বনানী ঘেরা চট্টগ্রামকে ক্ষতবিক্ষত করতে আমরা দিতে পারিনা। মঙ্গলবার বিকেলে চসিক কনফারেন্স রুমে চট্টগ্রাম ঐতিহ্য রক্ষা পরিষদ নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে তিনি একথা বলেন। পরিষদের চেয়ারম্যান সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী টাইগারপাসের ঐতিহাসিক ও প্রাকৃতিক ঐতিহ্য তুলে ধরে তা যেন ফ্লাইওভারের নামে কংক্রিটের ইট- পাথরের নিচে ঢাকা পড়ে না যায় সেজন্য মেয়রের উদ্যোগের প্রশংসা করে বলেন, এই দাবি আজ আপামর চট্টগ্রামবাসীর প্রানের দাবি। টাইগারপাসকে নির্মানাধীন ফ্লাইওভারের আওতামুক্ত করে প্রকল্প সংশোধনের দাবি সম্বলিত স্মারকলিপি পাঠ করেন পরিষদের সদস্য সচিব সাংবাদিক- লেখক জসীম চৌধুরী সবুজ। মুক্তিযুদ্ধ গবেষক ডা. মাহফুজুর রহমান এবং প্রকৌশলী সুভাষ বড়ুয়া ইতিহাস ও কারিগরি দিক তুলে ধরেন। স্মারকলিপিটি মেয়রের কাছে হস্তান্তর করে মাহমুদুল ইসলাম চৌধুরী বলেন, নগরপিতা হিসেবে নগরীর ঐতিহ্য রক্ষার দায়িত্ব আপনার। নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে মেয়রের কথা অন্য সকল সংস্থাকে আমলে নিতে হবে। পরিষদের সমন্বয়ক মুজিবুল হল শুক্কুর, যুগ্ন সদস্য সচিব সালাহ্ উদ্দীন শাহরিয়ার, সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর আলম চৌধুরী, জাবেদ নজরুল ইসলাম, সাংবাদিক আবসার মাহফুজ,অধ্যাপক মুহম্মদ আমির উদ্দিন, সরোয়ার আমিন বাবু, প্রকৌশলী বিশ্বজিৎ চৌধুরী, একে জাহেদ চৌধুরী, হাসান মারুফ রুমী, আবদুস সবুর খান, মাইনুদ্দীন চৌধুরীসহ পরিষদের নেতৃৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। সিটি মেয়র টাইগারপাস রক্ষায় তার সবটুকু প্রচেষ্টা অব্যাহত রাখার ঘোষনা দিয়ে বলেন, সিআরবি রক্ষার আন্দোলনসহ চট্টগ্রামের পরিবেশ- প্রকৃতি রক্ষায় আমি সচেষ্ট থাকব। তিনি ফ্লাইওভারের পরিবর্তে চসিক বিকল্প প্রস্তাব তৈরি করেছে জানিয়ে একাজে প্রকৌশলী সুভাষ বড়ুয়াকে দায়িত্ব দেন। সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরীর প্রস্তাবনাসমূহ মনযোগ দিয়ে শুনে ঐতিহ্য রক্ষার প্রতি নিজের কমিটমেন্ট ব্যক্ত করে মেয়র বলেন, চট্টগ্রামে নির্বিচারে পাহাড় কাটা হয়েছে। দায়িত্বপ্রাপ্তরা তা রক্ষা করতে পারেন নি। যতই প্রভাবশালী হোক পাহাড় কাটা বন্ধে তিনি কঠোর ব্যবস্থা নেবেন বলেও জানান। মেয়র জানান, ঐতিহ্য রক্ষা পরিষদের স্মারকলিপি ও বিকল্প প্রস্তাবনা তিনি দ্রুত সরকারের নীতি নির্ধারনী পর্যায়ে পৌঁছে দেবেন। # ২৪.০৮.২০২১ চট্টগ্রাম #