চলমান সংবাদ

চট্টগ্রামে স্ত্রীর রহস্যজনক মৃত্যু, পুলিশ হেফাজতে স্বামী

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের সুখছড়িকুল এলাকায় ফাতেমা বেগম (২২) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্বামী মো. শরীফকে (৩০) পুলিশ হেফাজতে রয়েছেন। শনিবার (২১ আগস্ট) সকালে শ্বশুরবাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশের হেফাজতে থাকা শরীফ ওই এলাকার মোস্তাক আহমদের ছেলে। জানা যায়, কয়েক বছর আগে লোহাগাড়া উপজেলার সাতগর এলাকার মো. ইসমাঈলের মেয়ে ফাতেমা বেগমের সঙ্গে সদর ইউনিয়নের সুখছড়িকুল এলাকার মোস্তাক আহমদের ছেলে ওমান প্রবাসী মো. শরীফের সঙ্গে বিয়ে হয়। শরীফ লকডাউনে কারণে দেশে আটকে পড়ে। শরীফের দাবি স্ত্রী ফাতেমা বেগম আত্মহত্যা করেছেন। ফাতেমা বেগমের পরিবারের দাবি ফাতেমাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সকাল ৭টার দিকে ফাতেমার মৃত্যুর বিষয়ে মা’কে শ্বশুরবাড়ির লোকজন ফোনে জানিয়েছেন । লোহাগাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ বলেন, সকালে উপজেলার সদর ইউনিয়নের সুখছড়িকুল এলাকায় ফাতেমা বেগম নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়ে। কি কারণে মৃত্যু হয়েছে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরে বলা যাবে। স্বামীর দাবি ফাতেমা আত্মহত্যা করেছে বলে দাবি করছে। এ ঘটনায় স্বামী শরীফ পুলিশের হেফাজতে রয়েছে ও তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখনো পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।
# ২১ ০৮.২০২১ চট্টগ্রাম #