চলমান সংবাদ

চট্টগ্রামে ছুরিকাঘাতে ব্যবসায়ীকে হত্যা

চট্টগ্রামে আব্দুল্লাহ আল মামুন (২৫) নামে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২১ আগস্ট) সকালে হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের সরকারহাট রেলস্টেশনের অদূরে মাইট্টাপুল এলাকার নিজ গ্রাম থেকে ওই ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, পাশ্ববর্তী রেললাইনে তাকে খুন করে মধ্যরাতে লাশ ওই এলাকার বিলে ফেলে যাওয়া হয়েছিল। নিহত মামুন নারকেলের পাইকারি ব্যবসা করতেন। পরিবারের সদস্যদের বরাতে হাটহাজারি থানার পরিদর্শক (তদন্ত) রাজীব শর্মা জানান, মামুন শুক্রবার বিকেল চারটার দিকে ঘর থেকে বের হয়েছিল। রাতে আর ঘরে ফেরেনি। পরে শনিবার সকালে স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে যান। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। পাশের চট্টগ্রাম-নাজিরহাট রেললাইন থেকে মরাছড়া খাল পর্যন্ত সড়কে রক্তের ছোপ ছোপ দাগ দেখা গেছে। সেকারণে স্থানীয়দের ধারণা, রেল লাইনে হত্যার পর তার মরদেহ বিলে এনে ফেলা হয়েছে। তিনি বলেন, নিহত মামুনের কপালে ছুরিকাঘাতের চিহ্ন আছে। তার মুখ থেঁতলে দেওয়া হয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে কেউ তাকে খুন করতে পারে বলে আমাদের ধারণা। মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের বিষয়ে তদন্ত চলছে। নিহতের ভাই গিয়াস উদ্দীন রিয়াদ জানান, শুক্রবার আছরের পর থেকে মোবাইল বন্ধ ছিল মামুনের। পরে রাতে তিনি বাড়িতেও যাননি। দোকানে খোঁজ না পেয়ে সম্ভাব্য সব জায়গায় খুঁজেও তার সন্ধান মিলেনি। পরে সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তারা নিশ্চিত হন মরাছড়া খালের পাশে বিলে পড়ে থাকা মৃতদেহটি তার ভাই মামুনের। এ হত্যাকান্ড কেন? সে বিষয়ে কোন ধারণা নেই পরিবারের সদস্যদের।
# ২১.০৮.২০২১ চট্টগ্রাম #