চলমান সংবাদ

নিষেধাজ্ঞা ভেঙে তাজিয়া মিছিল, পুলিশের বাধার পর সড়ক অবরোধ

করোনাভাইরাসের কারণে পবিত্র আশুরা উপলক্ষে চট্টগ্রাম মহানগর এলাকায় সব ধরনের তাজিয়া, শোক মিছিল নিষিদ্ধ করে সিএমপি। কিন্তু সেই নিষেধাজ্ঞা না মেনে মিছিল বের করায় পুলিশি বাধায় পড়তে হয় শিয়া সম্প্রদায়ের লোকজনকে। প্রতিবাদে তারা হাটহাজারী-বায়েজিদ সড়ক অবরোধ করে রাখে। শুক্রবার বিকেলে শেরশাহ এলাকায় এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। বায়েজিদ থানার শেরশাহ এলাকা থেকে আসরের নামাজের পর তাজিয়া মিছিল বের করে শিয়া সম্প্রদায়ের লোকজন। সেটা বায়েজিদ-হাটহাজারী সড়কে উঠতেই পুলিশের বাধার মুখে পড়ে। পুলিশ মিছিলে বাধা দিলে শিয়া সম্প্রদায়ের লোকজন সড়ক অবরোধ করে রাখে। ফলে ব্যস্ততম এ সড়কে যান চলা বন্ধ হয়ে যায়। যদিও ঘণ্টা খানেক পর মিছিল নিয়ে তারা সড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়। এদিকে পুলিশের নীরবতায় নিষেধাজ্ঞা সত্ত্বেও খুলশী থানার ঝাউতলায় বিশাল তাজিয়া মিছিল বের করে ওয়ারল্যাস কলোনির শিয়া সম্প্রদায়ের লোকজন। বিকেলে বের হওয়া মিছিলটি নানা সাজে সজ্জিত ছিল। যেটি ওই এলাকার সড়কগুলো প্রদক্ষিণ করে। তবে তাদের অবশ্য বায়জিদের মত পুলিশের বাধারমুখে পড়তে হয়নি। যদিও এরআগে ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকেও তাজিয়া মিছিল নিষিদ্ধ করে বিজ্ঞপ্তি দিয়েছে। এছাড়া এ সংক্রান্ত নির্দেশনা শিয়া সম্প্রদায়ের নেতাদের পাঠানো হয়েছে বলে সিএমপি জানিয়েছে।
# ২০.০৮.২০২১ চট্টগ্রাম #