চলমান সংবাদ

চট্টগ্রামে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত আরো এক রোগী

ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত আরও এক রোগী শনাক্ত হয়েছে চট্টগ্রামে। ৪৮ বছর বয়সী ওই পুরুষ রোগী বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে এ নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন তারা। এর আগে জুলাইয়ে চট্টগ্রামে প্রথম ষাটোর্ধ্ব এক নারী ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হন। জানা গেছে, আক্রান্ত ব্যক্তি কর্ণফুলী উপজেলার বাসিন্দা ট্রান্সপোর্ট ব্যবসায়ী। চমেক হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. সুযত পাল জানান, চোখ ও দাঁতের ব্যথা নিয়ে ভুগতে থাকা ওই ব্যক্তির ব্ল্যাক ফাঙ্গাসের লক্ষণ ধরা পড়ে। পরে ৫ আগস্ট পরীক্ষার রিপোর্টে তা শনাক্ত হয়। তিনি ৬ আগস্ট থেকে মেডিসিন বিভাগে চিকিৎসাধীন। তার চিকিৎসায় প্রয়াজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত এই রোগী করোনায় আক্রান্ত হননি। টিকাও নিয়েছিলেন দুই ডোজ। এর আগে গত জুলাইয়ের শেষ সপ্তাহে চট্টগ্রামে প্রথমবারের ষাটোর্ধ এক নারীর শরীরে শনাক্ত হয়েছিল ব্ল্যাক ফাঙ্গাস। ওই নারীর করোনা হয়ে সেরে উঠেছিলেন। বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার চিকিৎসা চলছে। তিনি বলেন, এটি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। সাধারণত যাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা খুব কম তাদের এটি হতে পারে। এটি করোনার মতো ছোঁয়াছে নয়। আতঙ্কিত না হয়ে সচেতন হতে হবে মানুষকে। আক্রান্ত ব্যক্তিকে প্রয়োজনীয় অ্যামফোটেরিসিন-বি ইনজেকশন তাকে দেয়া হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। ব্ল্যাক ফাঙ্গাস বা কালো ছত্রাক, চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যাকে বলা হয় মিউকরমাইসিটিস। আদ্রতা ও পঁচে যাওয়া জৈব পদার্থে জন্ম নেয়া গাঢ় বাদামি ও কালো রঙের এ ছত্রাকের জন্ম রহস্য উদঘাটন করা হয়েছে এক যুগেরও বেশি সময় আগে। তবে সম্প্রতি ভারতে ব্ল্যাক ফাঙ্গাসের আক্রমণে মৃত্যুর হার বৃদ্ধি পাওয়া ও বাংলাদেশে এর অস্তিত্ব পাওয়ায় চিন্তিত স্বাস্থ্য বিভাগ। এ বিষয়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা দুশ্চিন্তা না করার পরামর্শ দিয়ে মানসম্মত মাস্ক ও পরিচ্ছন্নতার প্রতি জোর দিতে আহ্বান জানিয়েছেন।

# ০৯.০৮.২০২১ চট্টগ্রাম #