শিল্প সাহিত্য

একজন প্রেমিকের অনুসন্ধান

তুমুল একটা প্রেমের জন্য,

আঁচড়ে, খামচে,কামড়ে খাবার জন্য,

একটা প্রেমিক চাই।

যার দু চোখে থাকবে জলন্ত মশালের আগুন,

বুকের ভেতর থাকবে গহীন সুন্দরবন।

যেখানে আমি বার বার পথ হারাব,

এক ঝটকায় তুড়ি মেরে সে উদ্ধার করবে হিংস্র শাপদ থেকে।

ধোঁয়ার মতন ফুঁ দিয়ে উড়িয়ে দিয়ে সমাজের নিয়মগুলো আমায় কোলে চড়াবে।

এক্কাদোক্কা খেলতে গিয়ে আমি তার পিছু নেব,

হ্যমিলনের বাঁশিওয়ালার মতন সে আমায় মন্ত্রমুগ্ধ করবে,

আমি হয়ে যাব প্রানহীন স্থির প্রতিমা।

বাহুমূলে তার ঘুমাব আমি দুধের শিশুর মতো।

তার দেহের আদিম ঘ্রাণে মূর্ছা যাবো বার বার।

সোহাগ , মায়া আর আদর করার জন্য একটা প্রেমিক চাই,

যে কিনা খেতে বসে ভিখেরীর মতো আমার কাছে পেয়াজ,লংকা, নুন চাইবে,

হঠাৎ  ভুলে ঝাল খেয়ে আমার বুকেই মধু খুঁজবে ,

দুপুর বেলায় তীব্র রোদে কেবল আমার আঁচলেই ঘাম মুছবে।

####