সীতাকুন্ডের মাদাম বিবির হাট শিপ ইয়ার্ডে বয়লার বিস্ফোরনে নিহত ১ ও আহত ৩
আজ শনিবার দুপুর ২টার সময় সীতাকুন্ড উপজেলার মাদামবিবিরহাট এলাকায় অবস্থিত মেসার্স এস এন কর্পোরেশ শীপ ব্রেকিং ইয়ার্ডে স্ক্র্যাপ জাহাজে বয়লার বিস্ফোরণে দগ্ধ হয়ে একজন নিহত ও তিন শ্রমিক আহত হয়েছে।
নিহতের নাম রিপন চাকমা (২৬) ইয়ার্ডের কাটারম্যান হিসেবে কর্মরত ছিলেন। তিনি খাগড়াছড়ি জেলার দীঘিনালার কালাচানের পুত্র বলে জানাগেছে।
আহতরা হচ্ছে লক্ষীপুর জেলার কমলনগর থানার আবুল হাসেম এর পুত্র ফিটারম্যান মোঃ সোহেল(২৯), নওগাঁ জেলার চান্দা থানার খোরশেদ আলমের পুত্র ফিটারম্যান রকেট হোসেন(২৪) এবং ঢাকার মিরপুরের মোঃ আবুর হাসেম এর পুত্র ফিটারম্যান মোঃ মিন্টু (৪১)।
স্থানীয় সূত্র জানায়, পুরাতন জাহাজে গ্যাস দিয়ে কাটার সময় হঠাৎ একটি বয়লার বিকট শব্দে বিস্ফোরিত হয়। এসময় কর্মরত অবস্থায় ৪ শ্রমিক দগ্ধ হয়ে গুরুত্বর আহত হয়। তাদেরকে উদ্ধার করে চমেক হাসপাতালে প্রেরণ করলে রিপন চাকমাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত তিনজন চমেক হাসপাতালের ২৪ ও ২৮ নং ওয়ার্ডে চিকিৎসাধীন আছে।
এদিকে ইয়ার্ডের আশে-পাশে কর্তব্যরত শ্রমিকরা জানান,বিস্ফোরণে নিহত ও আহতের সংখ্যা আরো বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য প্রতি বছর জাহাজ ভাংগা শিল্প খাতে গড়ে ২০/২২ জন দুর্ঘটনায় আহত হয়ে মারা যায়। চলতি বছর ইতিমধ্যে ৭ জন শ্রমিক নিহত হয়েছে এবং ১৫ জনের বেশি গুরুতর আহত হয়েছে। আহতদের বেশির ভাগ শ্রমিককে পঙ্গুত্ব বরণ করতে হয়।
জাহাজ ভাঙ্গা শ্রমিক ট্রেড ইউনিয়ন ফোরামের আহ্বায়ক তপন দত্ত এবং যুগ্ম আহ্বায়কদ্বয় যথাক্রমে মুহাম্মদ শফর আলী এবং এ এম নাজিম উদ্দিন এক যুক্ত বিবৃতিতে বার বার দুর্ঘটনায় আহত হয়ে জাহাজ ভাঙ্গা শিল্প খাতে শ্রমিক নিহত ও আহত হওয়ায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন।
