চলমান সংবাদ

চট্টগ্রামে আজ   চীনের সিনোফার্মের টিকা আসবে অগ্রাধিকার পাবে মেডিকেল শিক্ষার্থী ও স্বাস্থ্যকর্মীরা

চট্টগ্রামে আজ   সকালে চীনের সিনোফার্মের ৯১ হাজার ২০০ ডোজ টিকা আসবে।  এই টিকাগুলো আসবে চট্টগ্রাম জেলার জন্য। প্রাথমিক তথ্য মতে, চীনের সিনোফার্মের টিকাগুলো দেওয়া হবে শুধুমাত্র  চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল কেন্দ্রে।এতে অগ্রাধিকার পাবেন চট্টগ্রামের সরকারি বেসরকারি মেডিকেলের শিক্ষার্থী ও স্বাস্থ্যকর্মীরা। এছাড়া যারা ইতিপূর্বে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করেছেন তাদেরকেও টিকা দেওয়া হবে।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে,  আজ  (১৮ জুন) ভোর ৬ টা নাগাদ টিকাগুলো সিভিল সার্জন কার্যালয়ে পৌঁছানোর কথা রয়েছে। টিকাগুলো সংরক্ষণ করা হবে সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই কোল্ড স্টোরে।  টিকা গ্রহণ এবং বিতরনের জন্য সিভিল সার্জন অফিসের সকল প্রস্তুতি সম্পন্ন করা আছে। আগামী ১৯ জুন, শনিবার টিকা সংক্রান্ত একটি মিটিং হবে।  চট্টগ্রাম জেলা ছাড়াও কক্সবাজার জেলা, বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ির জন্যও চীনের সিনোফার্মের টিকা বরাদ্দ করা হয়েছে।