চলমান সংবাদ

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের কর্মসূচী

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিল্পবী তারেকশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের পথসভা ও চারাবিতরন কর্মসূচীর একাংশ

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের উদ্যোগে শুক্রবার (১১ জুন) বিকেলে নগরীর চেরাগী পাহাড় চত্বরে পথসভা ও গাছের চারা বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশ-প্রকৃতির উপর মানুষ অত্যাচারের কারণে অনেক প্রানীকে আমরা ইতিমধ্যে হারিয়ে ফেলেছি। পরিবেশ বিজ্ঞানীর মতে, ২৫০ বছরে ৬০০ প্রজাতির গাছ আমরা হারিয়ে ফেলেছি। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস আমাদেরকে শিখিয়েছে প্রকৃতির উপর নির্যাতন করলে প্রকৃতি ও তার প্রতিশোধ নেয়। মানুষ অন্যায়ভাবে গাছ নিধন করে , জলাশয় ভরাট করে , পাহাড় কেটে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির বিধান করতে হবে। বর্তমান প্রজম্মকে বৃক্ষ রোপন ও পরিচর্যা করতে উৎসাহিত করতে হবে। সানোয়ারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণ শেখর দত্তের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা হায়দার আলী, অ্যাডভোকেট শংকর প্রদাদ দে, অধ্যাপক স্বদেশ চক্রবর্তী, আশালতা কলেজের অধ্যক্ষ জনার্দন বণিক, মুক্তিযোদ্ধা সুরজিত দাশ, শিক্ষক সন্জিব কুসুম চৌধুরী, সাবেক প্রধান শিক্ষক বিজয় শংকর চৌধুরী, সাংবাদিক প্রীতম দাশ, পরিষদের সাধারন সম্পাদক ইন্জিনিয়ার সিঞ্চন ভৌমিক, অর্থ সম্পাদক তপন ভট্টাচার্য, সদস্য সচিব সজল শিকদার, বিপ্লবী পরিবারের সদস্য প্রবীর দাশগুপ্ত, দীপংকর চৌধুরী কাজল, আবৃত্তি শিল্পী রাশেদ রউফ, বাংলাদেশ যুব ঐক্য পরিষদের সাধারন সম্পাদক এ্যাড: রুবেল পাল, রতন ঘোষ, শিক্ষক অজিত কুমার শীল, উপন্যাসিক দুলাল মল্লিক , সাংবাদিক ফরমান উল্লাহ চৌধুরী প্রমুখ। # ১১.০৬.২০২১ চট্টগ্রাম #