চলমান সংবাদ

প্রস্তাবিত বাজেট প্রত্যাখান ছাত্র ইউনিয়নের

-বাজেটের ২৫% শিক্ষাখাতে বরাদ্দের দাবী

শিক্ষা খাতে জাতীয় বাজেটের ২৫% বরাদ্দের দাবীতে ছাত্র ইউনিয়ন, চট্টগ্রাম জেলা কমিটির মানব বন্ধন।

গতকাল ১০ জুন, ২০২১ বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলা সংসদের এক প্রতিবাদী সমাবেশ নিউমার্কেট মোড়ে অনুষ্ঠিত হয়৷ জেলা সংগঠনের সভাপতি এ্যানি সেন’ র সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাংগঠনিক সম্পাদক টিকলু দে, সহঃ সাধারণ সম্পাদক খালিদ মিরাজ, স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক অয়ন সেন গুপ্ত, হালিশহর থানা সদস্য সাজ্জাতুর জামান অভি প্রমুখ। সমাবেশ সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী। সমাবেশে বক্তারা বলেন, মোট জিডিপি হিসাবে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে শিক্ষাখাতে বরাদ্দ তো বাড়েনি উল্টো গত অর্থবছরের সংশোধিত বাজেটের তুলনায় শুন্য দশমিক ৩৬ শতাংশ কমেছে। এই করোনা পরিস্থিতিতে দীর্ঘ দেড় বছর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ৷ শিক্ষাপ্রতিষ্ঠানে সাথে জড়িত শিক্ষক-কর্মচারীরা বেশ কষ্টে দিনযাপন করছেন। এছাড়াও অর্থনৈতিক সংকটের ফলে শিক্ষাজীবন থেকে ঝরে পরেছে অসংখ্য শিক্ষার্থী। শিক্ষা বাজেটে নেই এসব শিক্ষার্থী-শিক্ষক-কর্মচারীদের জন্য বিশেষ কোন বরাদ্দ। শিক্ষাখাতে বরাদ্দের প্রস্তাব হয়েছে মোট বাজেটের ১১.৯২% যা মোট জিডিপির ২.০৮%। অথচ আমরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছি শিক্ষাখাতে মোট বাজেটের ২৫% বা মোট জিডিপির ৮% বরাদ্দ দিতে হবে। বক্তারা আরো বলেন, এই ভঙ্গুর শিক্ষাব্যবস্থাকে সংস্কার করার বদলে প্রস্তাবিত বাজেটে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের উপর ১৫% ট্যাক্স আদায়ের প্রস্তাব করা হয়েছে। সুনির্দিষ্ট টিউশন ফি নির্ধারণে কোন নীতিমালা না থাকায় এই প্রস্তাবিত ট্যাক্সের চাপ গিয়ে পড়বে সাধারণ শিক্ষার্থীদের উপর। এই প্রস্তাবিত কর প্রত্যাহার করতে হবে। তারা আরো বলেন, বাংলাদেশ সরকার বলছে তারা এমডিজি পূরণ করে এসডিজি বা সাস্টেইনেবল ডেভলপমেন্ট গোল’র পথে হাটছে কিন্তু তারা শিক্ষাখাতে কখনই মোট বাজেটের ১২ শতাংশ বা মোট জিডিপির প্রায় ২ শতাংশের উপরে বরাদ্দ দেয়নি। অথচ এমডিজি বা মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলের লক্ষমাত্রা পূরণে বাজেটে শিক্ষা খাতে এককভাবে ২০ শতাংশ বরাদ্দ রাখার কথা। অর্থাৎ সরকার শিক্ষার্থীদের সাথে প্রতারণা করছে। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দারুল ফজল মার্কেটস্থ সংগঠন কার্যালয়ের সামনে শেষ হয়।

#১১/০৬/২০২১, প্রেস বিজ্ঞপ্তি#