চলমান সংবাদ

বোয়ালখালীতে রবীন্দ্র, নজরুল ও সুকান্তের জন্মজয়ন্তী উদযাপন

রবীন্দ্র, নজরুল ও সুকান্তের জন্মজয়ন্তী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন অধ্যাপক কানাই দাশ

গত ৬ জুন বিকাল ৪টায় বোয়ালখালী সিপিবির কার্যালয়ে উদীচী, বোয়ালখালী শাখা সংসদের উদ্যোগে রবীন্দ্র, নজরুল ও সুকান্তের জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে আলোচনা সভা, সংগীত বেশন ও কবিতা আবৃত্তি করা হয়। সংগঠনের সভাপতি অরুণ দত্তের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় দাশের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রারম্ভে তিন কবিকে স্মরণ করে বক্তব্য রাখেন বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির (বাকবিশিস) সহ-সভাপতি অধ্যাপক কানাই দাশ, বাকবিশিস’র বোয়ালখালী কমিটির সাবেক সাধারণ সম্পাদক আমীর হোসেন, বোয়ালখালী উপজেলা খেলাঘরের সভাপতি আবুল ফজল বাবুল, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক অনুপম বড়ুয়া পারু, ছাত্র ইউনিয়নের সাবেক নেতা সুদর্শন দাশ এবং বোয়ালখালী উদীচীর সহ-সম্পাদক অভিজিত ধর।

দুই বাংলার কীর্তিমান তিন কবির বিষয়ে অধ্যাপক কানাই দাশ বলেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুর তার বিশাল সাহিত্যকীর্তির জন্য বাঙালির হৃদয় এবং মনোজগতে মিশে আছেন। তিনি ছিলেন একাধারে কবি, ঔপন্যাসিক, সঙ্গীত রচয়িতা,  শিল্পী, চিত্রশিল্পী, নাট্যকার, ছোটগল্পকার, প্রাবন্ধিক ও দার্শনিক। এক কথায় বহুমুখী প্রতিভার সমন্বয় ঘটেছিল তার বর্ণময় দীর্ঘ কর্মজীবনে।’

আমীর হোসেন বলেন, ‘কাজী নজরুল ইসলাম বিংশ শতাব্দীর অন্যতম জনপ্রিয় অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, নাট্যকার, সঙ্গীতজ্ঞ ও দার্শনিক। তিনি বাংলা সাহিত্যে অগ্রগামী ভূমিকা রাখার পাশাপাশি প্রগতিশীল চিন্তা-চেতনার সমাজ তৈরিতে ভূমিকা রেখে গেছেন। বাংলা সাহিত্য, সমাজ, ও সংস্কৃতি ক্ষেত্রের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব কবি নজরুল।’

আলোচনা শেষে উদীচী বোয়ালখালী শাখা সংসদের সদস্যদের দলগতভাবে পরিবেশিত হয় রবীন্দ্র ও নজরুল সংগীত এবং সুকান্তের কবিতা।