চলমান সংবাদ

প্রস্তাবিত বাজেট প্রতিক্রিয়ায় মুজাহিদুল ইসলাম সেলিম

-এই বাজেট গতানুগতিক,গণবিরোধী ও গরিব মারার বাজেট।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সভাপতি জননেতা কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, প্রস্তাবিত বাজেট ২০২১-২০২২ গতানুগতিক,গণবিরোধী ও গরিব মারার বাদেট। তিনি বলেন দেড় বছর ধরে করোনাকালীন মহাবিপর্যয়ের ভিতর দিয়ে যাচ্ছে এদেশের মানুষ।কিন্তু বাজেটে তার তেমন কোন প্রতিফলন নেই।করোনা মোকাবেলায় বিশ হাজার কোটি টাকার নামমাত্র বরাদ্দ ও তা কিভাবে খরচ করা হবে তার কোন সুনির্দিস্ট নির্দেশনা নেই। এই বাজেটে বরাবরের মত একদিকে যেমন গরীবদের উপর ভ্যাট,আমদানী শুল্ক, বিক্রয়োত্তর শুল্ক ইত্যাদির মাধ্যমে পরোক্ষ করের বোঝা বেড়েছে, অন্যদিকে ব্যবসায়ীসহ বিত্তবানদের বিভিন্ন রেয়াত দেয়া হয়েছে বা প্রত্যক্ষ কর বা আয়কর কমানো হয়েছে। এভাবে বাজেটের ভিতর দিয়ে সম্পদের প্রবাহ গরীবদের কাছ থেকে বড়লোকের হাতে চলে যায়। এবারও তার ব্যতিক্রম নয়।বাজেট প্রণয়নের পদ্ধতি ও দর্শন গতানুগতিক ও জনগনের স্বার্থবিরোধী। বর্ষীয়ান এই রাজনীতিবিদ গণবিরোধী বাজেটের পরিবর্তে জনবান্ধব বাজেট প্রণয়নের জন্য প্রচলিত রাজনৈতিক শাসনের পরিবর্তনের উপর জোর দেন। -প্রগতির যাত্রী ডেস্ক