চলমান সংবাদ বিজ্ঞান প্রযুক্তি

পুঁজিবাদী সমাজব্যবস্হা বহাল রেখে পৃথিবীর পরিবেশ ও প্রকৃতির ভয়াবহ বিপর্যয় রোধ অসম্ভব

প্রগতির যাত্রী, নাগরিক ও সত্যেন সেন স্কুল অব পারফরমিং আর্টস এর যৌথ উদ্যোগে পরিবেশ দিবসের অনলাইন আলোচনা সভায় বক্তাদের অভিমত পুঁজিবাদী সমাজব্যবস্হা বহাল রেখে পৃথিবীর পরিবেশ ও প্রকৃতির ভয়াবহ বিপর্যয় রোধ অসম্ভব বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গত ৫জুন প্রগতির যাত্রী, ত্রৈমাসিক পত্রিকা ” নাগরিক ” ও সত্যেন সেন স্কুল অব পারফরমিং আর্টস এর যৌথ উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ‘প্রিভেন্ট,হল্ট এন্ড রিভার্স দ্য ডিগ্রেডেশন অব দ্য ইকোসিস্টেম ফর দ্য ফিউচার’ শিরোনামে এক আন্তর্জাতিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ, ভারত, যুক্তরাষ্ট্র , যুক্তরাজ্য, রাশিয়া, কাতারসহ বিভিন্ন দেশ থেকে জুম এপস’এর মাধ্যমে বক্তারা অংশগ্রহন করেন। বক্তারা পরিবেশ দূষণ ও প্রকৃতি-বৈচিত্রের বিপর্যয়ের নানা বিষয়গুলি তুলে ধরে বলেন, পৃথিবীর বিদ্যমান পুঁজিবাদী সমাজ ব্যবস্হা বহাল রেখে আগামী প্রজন্মের জন্য একটা প্রাকৃতিক দূষণমুক্ত নিরাপদ বিশ্ব রেখে যাওয়া যাবেনা। পুঁজিবাদী রাষ্ট্রগুলি পরিবেশের ভয়াবহ বিপর্যয়ে কথা স্বীকার করে নিলেও কার্যত: সমস্যা সমাধানের জন্য আন্তরিক কোন পদক্ষেপ নিচ্ছে না। তাই দিন দিন পরিস্হিতি অবনতির দিকেই যাচ্ছে। এজন্য প্রগতিশীল মানুষদের পরিবেশ-প্রকৃতি রক্ষার আন্দোলন ও মুনাফালোভী পুঁজিবাদের বিরুদ্ধে যুগপৎ লড়াইয়ের মধ্য দিয়েই সংকট উত্তরণের পথ খুঁজতে হবে বলে বক্তারা মন্তব্য করেন। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হুমায়রা শওকতের সঞ্চালনায় প্যানেল আলোচক হিসেবে বক্তব্য রাখেন ভারতের খড়গপুর আই.আই.টি’র পিএইচডি গবেষক ও আ্যক্টিভিস্ট সৌরদীপ পাঠক, যুক্তরাষ্ট্র থেকে পরিবেশ কর্মী এভা ডেকারসন, কানাডা থেকে পরিবেশ আন্দোলনের সংগঠক জান্নাতুল ইসলাম, যুক্তরাজ্য থেকে সাংবাদিক, পরিবেশ কর্মী ও ট্রেড ইউনিয়ন নেতা মাশরুর নূর মশ, বাংলাদেশের পরিবেশ আন্দোলনের নেতা আলমগীর কবির । অন্যান্যদের মধ্যে আলোচনা করেন যুক্তরাষ্ট্র থেকে ” নাগরিক ” পত্রিকার সম্পাদক ড: মহসিন সিদ্দীক, যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের স্পেলম্যান কলেজের শিক্ষক ড. পুষ্পা পারেখ, কাতার থেকে ইনজিনিয়ার অনজন কুমার দাস, বাংলাদেশ থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষক ড: মাহমুদুল আলম শুভ। সভায় ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র থেকে সাবেক ছাত্রনেতা ও প্রগতির যাত্রী ডট কম সম্পাদক উৎপল দত্ত।