চলমান সংবাদ

ইনসাব চট্টগ্রাম জেলার দাবি দিবস পালন

ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) চট্টগ্রাম জেলা কমিটির উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল বিকাল ৪টায় নগরীর কাজির দেউরি মোড়ে ‘দাবি দিবস’ পালন করা হয়েছে। এ উপলক্ষে সেখানে এক মানববন্ধন ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন ইনসাব চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি বাবুল হোসেন আনিস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মহিন উদ্দিন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি) চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি তপন দত্ত।  অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন টিইউসি চট্টগ্রাম জেলা কমিটির যুগ্ম সম্পাদক ইফতেখার কামাল খান, টিইউসি কেন্দ্রীয় সংগঠক ফজলুল কবির মিন্টু, বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়নের সভাপতি আব্দুর রহিম,  টিইউসি কেন্দ্রীয় যুব কমিটির সদস্য মো. মিজানুর রহমান, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. হানিফ, বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মিজান। এছাড়া ইনসাব বায়েজিদ থানা কমিটির সভাপতি মো. আশ্রাফ আলী, ইনসাব চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি মো. হানিফ এবং চান্দগাঁও থানা কমিটির সভাপতি মো. মাসুদসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে তপন দত্ত বলেন, জেলা ও উপজেলা পর্যায়ে নির্মাণ শ্রমিকদের জন্য আলাদা কলোনি স্থাপন করতে হবে, যেখানে তাদের বসবাসের নিশ্চয়তা থাকবে। সেই সঙ্গে এসব কলোনিতে শ্রমিকদের সন্তানদের জন্য শিক্ষা ও চিকিৎসা সুবিধা নিশ্চিত করতে হবে। তিনি সব শ্রমিকের জন্য ন্যায্যমূল্যের দোকান ও রেশনিং ব্যবস্থা চালুর দাবি জানান।

তিনি আরও বলেন, কর্মস্থলে নিহত বা আহত হয়ে পঙ্গুত্ববরণকারী শ্রমিকদের জন্য আইএলও কনভেনশন ১২১ অনুযায়ী এক জীবনের সমপরিমাণ ক্ষতিপূরণ দেওয়ার আইন প্রণয়ন করতে হবে। একইসাথে তিনি নারী শ্রমিকদের ক্ষেত্রে সম কাজে সম মজুরি নিশ্চিত করার দাবি জানান তিনি।

অন্যান্য বক্তারা বলেন, সব নির্মাণাধীন ভবনে নির্মাণ শ্রমিকদের জন্য রেজিস্টার খাতা রাখার বিধান চালু করতে হবে, যাতে শ্রমিকদের তথ্য সংরক্ষণ ও নিরাপত্তা নিশ্চিত করা যায়। মানব্বন্ধনে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন বোর্ডের সভা প্রতি মাসে অনুষ্ঠান করে উক্ত তহবিল থেকে শ্রমিকদের অনুদান প্রদান সহজ ও দ্রুত করার দাবি জানান।

পড়ুন:  ইমারত নির্মাণ শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও রেশনিং ব্যবস্থার দাবি – ইনসাব চট্টগ্রাম জেলা কমিটির সভা অনুষ্ঠিত

মানববন্ধন থেকে শ্রমিকনেতারা সরকারের প্রতি দ্রুত এসব দাবি বাস্তবায়নের আহ্বান জানান।