চলমান সংবাদ

নির্বাচনের সম্ভাবনা ক্ষীণ—ফেব্রুয়ারিতে ভোট দেখছেন না জিল্লুর রহমান

জনপ্রিয় টিভি উপস্থাপক ও বিশ্লেষক জিল্লুর রহমান বলেছেন, বর্তমান সরকারের অধীনে তিনি ফেব্রুয়ারিতে কোনো নির্বাচন দেখছেন না। তাঁর মতে, নির্বাচন হলেও তা হবে অতীতের মতোই একটি “ফার্সিকাল ইলেকশন”—২০১৪, ২০১৮ বা ২০২৪-এর নির্বাচনের মতো। তিনি প্রশ্ন তোলেন—নির্বাচনের প্রস্তুতি কোথায়, সরকারের সদিচ্ছা কোথায়, রাজনৈতিক দলগুলোর তৎপরতাই বা কোথায়?

নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেন, দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি বিগত ১৪ মাসে এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে নির্বাচন অনেক আগেই হওয়া উচিত ছিল, কিন্তু সেটি হয়নি। বিএনপিও সরকারের ওপর নির্বাচন নিয়ে চাপ তৈরি করতে পারেনি।

তারেক রহমানের সাম্প্রতিক স্ট্যাটাস উল্লেখ করে জিল্লুর রহমান বলেন, প্রথমবারের মতো তিনি স্পষ্ট করেছেন যে দেশে ফেরা তাঁর নিজের সিদ্ধান্তের ওপর পুরোপুরি নির্ভরশীল নয়; কিছু বিষয় নিয়ন্ত্রিত হয় অন্যদের দ্বারা। রাজনৈতিক পরিস্থিতি অনুকূলে এলে তিনি ফিরবেন বলে জানিয়েছেন।

জিল্লুর রহমান মনে করেন, বর্তমান রাজনৈতিক স্থবিরতা, দলগুলোর জোট নিয়ে বিভ্রান্তি এবং নিরাপত্তা উপদেষ্টার বিদেশ সফরের ধারাবাহিকতা সামনে বড় ধরনের ঘটনাবহুল সময়ের ইঙ্গিত বহন করে। সঠিক রাজনীতি ও নির্বাচিত সরকার থাকলে পরিস্থিতি ভিন্ন হতে পারত।

শেষে তিনি দেশ ও দলীয় রাজনীতিতে বেগম খালেদা জিয়ার ভূমিকা স্মরণ করে তাঁর সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানান।