চলমান সংবাদ

বঙ্গোপসাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে জীবিত উদ্ধার করল নৌবাহিনী


বিকল ট্রলার নিয়ে তিন দিন ধরে বঙ্গোপসাগরে ভাসতে থাকা ১৩ জন জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। কুতুবদিয়া লাইট হাউজ থেকে প্রায় ২০ মাইল দূরে গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসমান অবস্থায় থাকা মাছ ধরার ট্রলার থেকে তাদের উদ্ধার করা হয়। উদ্ধার অভিযানে অংশ নেয় নৌবাহিনীর জাহাজ বানৌজা শহীদ মহিবুল্লাহ

নৌবাহিনী জানায়, গত শনিবার বঙ্গোপসাগরে নিয়মিত টহল কার্যক্রম চলাকালীন সময়ে বানৌজা শহীদ মহিবুল্লাহ জাহাজের টহল দল ট্রলারটির সন্ধান পায়। দূর থেকে জেলেরা নৌবাহিনীর জাহাজ দেখতে পেয়ে আলো ও হাত নাড়িয়ে সাহায্যের সংকেত দেন। সংকেত পাওয়ার পরপরই নৌবাহিনীর সদস্যরা দ্রুত ট্রলারের কাছে পৌঁছে ১৩ জেলে ও তাদের ট্রলারটি উদ্ধার করেন।

উদ্ধারের পর জেলেদের প্রাথমিক চিকিৎসা, প্রয়োজনীয় ওষুধ, খাবার এবং বিশুদ্ধ পানি সরবরাহ করা হয়। এরপর নৌবাহিনী ট্রলার ও জেলেদের নিরাপদে তীরে পৌঁছে দেয়।

পরবর্তীতে উদ্ধার হওয়া জেলেদের তাদের পরিবারের সদস্য ও ট্রলার মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

উদ্ধার হওয়া জেলেরা জানান, গত ৬ নভেম্বর ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার পর তারা তিন দিন ধরে মাঝ সমুদ্রে অসহায়ভাবে ভাসছিলেন। এ সময় খাদ্য ও পানির সংকটে পড়লেও তারা বেঁচে থাকার আশা ছাড়েননি। অবশেষে নৌবাহিনীর সহায়তায় তারা জীবিত তীরে ফিরতে পেরে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নৌবাহিনী জানিয়েছে, সমুদ্রপথে জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল কার্যক্রম অব্যাহত থাকবে।