চলমান সংবাদ

চট্টগ্রাম বন্দরের পুরনো গ্যান্ট্রি ক্রেনে উৎপাদনশীলতা হুমকির মুখে

চট্টগ্রাম বন্দরের গ্যান্ট্রি ক্রেনের উৎপাদনশীলতা মারাত্মকভাবে কমে গেছে, বিশেষ করে চিটাগাং কন্টেনার টার্মিনালের ২০ বছরের পুরনো চারটি ক্রেন ঘন ঘন বিকল হয়ে পড়ছে। ফলে জাহাজের অবস্থানকাল বেড়ে যাচ্ছে এবং কিছু জাহাজ নির্ধারিত সময়ের মধ্যে কন্টেনার না নিয়েই বন্দর ছাড়ছে। বন্দর ব্যবহারকারীদের মতে, এই পুরনো ক্রেনগুলো দ্রুত প্রতিস্থাপন না করলে আমদানি-রপ্তানি বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়বে।

২০০৫ সালে প্রথম চারটি কী গ্যান্ট্রি ক্রেন যুক্ত হয় বন্দরে, যা পরবর্তীতে ১৮টিতে উন্নীত হয়। স্বাভাবিকভাবে একটি ক্রেন ঘণ্টায় ৩০ টিইইউএস কন্টেনার হ্যান্ডল করতে সক্ষম হলেও যান্ত্রিক ত্রুটির কারণে এ উৎপাদনশীলতা এখন তলানিতে নেমে এসেছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং উৎপাদনশীলতা বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।