কমরেড আহসান উল্লাহ স্মরণে শোকসভা কমিটি গঠিত-রথিন সেন চেয়ারম্যান, খোদেজা বেগম সদস্য সচিব

চট্টগ্রাম, ২৪ অক্টোবরঃ
প্রয়াত কমরেড আহসান উল্লাহ চৌধুরীর স্মরণে আগামী ৮ নভেম্বর ২০২৫, শনিবার বিকাল ৩টায় এক শোকসভার আয়োজন করা হবে। এ উপলক্ষে আজ বিকাল চারটায় খেলাঘর অফিসে এক প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়। সভায় শোকসভা সফলভাবে আয়োজনের লক্ষ্যে ১০১ সদস্য বিশিষ্ট “কমরেড আহসান উল্লাহ শোকসভা কমিটি” গঠন করা হয় এবং ১১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়ঃ
উপদেষ্টা পরিষদঃ
১) আবু তাহের মাসুদ
২) তপন দত্ত
৩) বালাগাত উল্লাহ
৪) সুভাষ দে
৫) ডাঃ আবুল কাশেম
৬) অধ্যাপক ডাঃ এ কিউ এম সিরাজুল ইসলাম
৭) কমরেড অশোক সাহা
৮) অধ্যাপক কানাই দাশ
৯) অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর
১০) প্রকৌশলী দেলোয়ার মজুমদার
১১) মোঃ আরিফুর রহমান
শোকসভা কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন রথিন সেন, এবং সদস্য সচিব নির্বাচিত হয়েছেন খোদেজা বেগম।
কো-চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন—
১) মো. আলী শাহীন,
২) অশোক বড়ুয়া,
৩) ইউনুস ভুইয়া,
৪) শহিদুল ইসলাম,
৫) মো. ফরিদ আহাম্মদ।
যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন—
১) মো. মোরশেদ আলম,
২) মাইনুদ্দিন দুলাল,
৩) দেবাশীষ সেন,
৪) সনত বড়ুয়া,
৫) ইউসুফ সোহেল।
এছাড়া বিভিন্ন উপকমিটিতে দায়িত্ব বণ্টন করা হয়েছে—
-
অর্থ উপকমিটি: কল্লোল দত্ত ও সুধীর সরকার
-
সাংস্কৃতিক উপকমিটি: জয়ন্ত রাহা
-
অভ্যর্থনা উপকমিটি: রবি শংকর সেন নিশান
-
মিডিয়া ও প্রেস উপকমিটি: টিক্লু কুমার ও শুভনাথ
-
স্যুভেনির উপপরিষদ: সোয়েব নাঈম ও শরণ বড়ুয়া
সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, আসন্ন ৩১ অক্টোবর শোকসভা কমিটির পরবর্তী সভা অনুষ্ঠিত হবে, যেখানে কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হবে।
