চলমান সংবাদ

চৌধুরী হারুনর রশীদের আদর্শে শ্রমজীবী মানুষের মুক্তির লড়াই জোরদারের আহ্বান

চট্টগ্রাম, ১৯ অক্টোবর ২০২৫:


বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ ও ভাষাসৈনিক চৌধুরী হারুনর রশীদের ২৫তম মৃত্যুবার্ষিকী আজ যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল সকালে তাঁর কবরস্থানে পুষ্পার্ঘ অর্পণ ও পরে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র চট্টগ্রাম জেলা কমিটি, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) চট্টগ্রাম জেলা কমিটি, বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়ন, চট্টগ্রাম হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়ন, হোটেল সেন্ট মার্টিন শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন বেসিক সংগঠনের নেতৃবৃন্দ তাঁর কবরে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

পুষ্পার্ঘ অর্পণ শেষে মনসা আশরাফ আলী স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত স্মরণসভায় বক্তারা বলেন, চৌধুরী হারুনর রশীদ ছিলেন একাধারে একজন নিবেদিতপ্রাণ রাজনীতিবিদ, ভাষাসৈনিক ও শ্রমিকনেতা। ১৯৮৬ সালে তিনি পটিয়া সংসদীয় আসনের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ১৯৮০-এর দশকে স্বৈরাচারবিরোধী আন্দোলনে তাঁর অবদান চিরস্মরণীয়। তিনি কৃষক-শ্রমিক-মেহনতি মানুষ, ছাত্র ও যুব সমাজকে সংগঠিত করে গণমানুষের অধিকার আদায়ের লড়াইয়ে অসামান্য ভূমিকা পালন করেছেন।

বক্তারা আরও বলেন, শ্রমিক শ্রেণির অধিকার, মর্যাদা ও অস্তিত্ব রক্ষার সংগ্রামে চৌধুরী হারুনর রশীদের আদর্শ ও সংগ্রামী চেতনা ধারণ করে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি তপন দত্ত এবং সঞ্চালনা করেন জেলা কমিটির যুগ্ম সম্পাদক ইফতেখার কামাল খান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় কমিটির সংগঠক ফজলুল কবির মিন্টু, পাহাড়তলি আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক সুকান্ত দত্ত, বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ মিজান, কোষাধ্যক্ষ বিপ্লব দাশ, হোটেল সেন্ট মার্টিন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ মিজানুর রহমান , ইনসাব চট্টগ্রাম জেলার সাংগঠনিক সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, শ্রমিকনেতা ইমান আলী, চট্টগ্রাম হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ হানিফ এবং নারী নেত্রী আরদুরী কণা প্রমুখ।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, চৌধুরী হারুনর রশীদের রাজনৈতিক সততা, ত্যাগ ও শ্রমিকমুখী দৃষ্টিভঙ্গি আজও শ্রমজীবী মানুষের সংগ্রামে অনুপ্রেরণার উৎস। শ্রমিক আন্দোলনের ধারাবাহিকতা রক্ষায় তাঁর আদর্শকে সামনে রেখে সংগঠিত প্রচেষ্টা চালিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়।