চলমান সংবাদ

সীতাকুণ্ডে জাহাজভাঙা শ্রমিক অধিকার ও স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক আলোচনা সভা

-হংকং কনভেনশন বাস্তবায়ন বাধ্যতামূলক হলেও দুর্ঘটনা কমেনি

আজ রবিবা বার সকাল ১০টায় সীতাকুণ্ড উপজেলা সদরে ইপসা এইচআরডি সেন্টারে স্থানীয় অংশীজনদের নিকট জাহাজভাঙা শ্রমিকদের অধিকার স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক প্রতিবেদন উপস্থাপন অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জাহাজভাঙা শ্রমিক সেফটি কমিটির আহ্বায়ক এডভোকেট জহির উদ্দিন মাহমুদ এবং সঞ্চালনা করেন বিলস এর কর্মকর্তা ফজলুল কবির মিন্টু। প্রধান বক্তা ছিলেন জাহাজভাঙা শ্রমিক ট্রেড ইউনিয়ন ফোরামের আহ্বায়ক তপন দত্ত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলতাপ হোসেন, পিএইচপি শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রির সেফটি ডিপার্টমেন্ট প্রধান লিটন মজুমদার, যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা তাজাম্মল হোসেন, সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা লুতফুন্নেসা বেগম এবং সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাবেক সভাপতি সৌমিত্র চক্রবর্তী

প্রতিবেদনে উঠে আসে

  • জাহাজভাঙা শিল্প বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
  • পরিবেশ, স্বাস্থ্য সুরক্ষা ও শ্রম অধিকার এখনো বড় চ্যালেঞ্জ।
  • বাংলাদেশ ২০২৩ সালের ২৬ জুন হংকং কনভেনশনে অনুস্বাক্ষর করেছে।
  • ২০২৫ সালের ২৬ জুন বাস্তবায়নের সময়সীমা শেষ হবে; এরপর থেকে এটি বাধ্যতামূলক।
  • দেশে ইতোমধ্যে ১৭টি ইয়ার্ড ‘গ্রিন শিপ ইয়ার্ড’ স্বীকৃতি পেয়েছে।
  • তবে ২০২৪ সালে জানুয়ারি-জুনে ১৯টি দুর্ঘটনায় ১৮ জন আহত ও ১ জন নিহত হয়েছেন। জুলাই-সেপ্টেম্বর ৩ মাসে ১৪টি দুর্ঘটনায় ২১ জন আহত হয়েছেন।
  • সর্বশেষ জিরি সুবেদারে অগ্নিকাণ্ডে ৮ জন শ্রমিক অগ্নিদগ্ধ হয়েছেন।

বক্তাদের মতামত

প্রধান বক্তা তপন দত্ত বলেন—

“গ্রিন ইয়ার্ড গঠন ও প্রযুক্তি ব্যবহারের ফলে নিরাপত্তার চিত্র কাগজে কলমে উন্নত মনে হলেও বাস্তবে দুর্ঘটনা কমেনি।”

সভাপতি এডভোকেট জহির উদ্দিন মাহমুদ বলেন—

“শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত না হলে এবং বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করলে ভবিষ্যতে ভয়াবহ সামাজিক সংকট দেখা দিতে পারে।”

সভায় আরও বক্তব্য দেন জাহাজভাঙা শ্রমিক সেফটি কমিটির সদস্য সচিব মো. আলী, যুগ্ম সদস্য সচিব মো. ইদ্রিস জাহাজভাঙা শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সংগঠক মো. জামাল উদ্দিন

বক্তারা জাহাজভাঙা শ্রমিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার, মালিকপক্ষ ও শ্রমিক সংগঠনকে যৌথভাবে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।