চট্টগ্রাম এনসিটি ও লালদিয়ার চর ইজারার ষড়যন্ত্রের প্রতিবাদে স্কপের প্রতিবাদী পথসভা অনুষ্ঠিত

চট্টগ্রাম নিউমুরিং কন্টেনার টার্মিনাল (এনসিটি) ও লালদিয়ার চর-কে বিদেশি কোম্পানি ডিপি ওয়ার্ল্ড ও মার্স্ক-এর কাছে ইজারা দেওয়ার ষড়যন্ত্রের বিরুদ্ধে চট্টগ্রাম শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)-এর উদ্যোগে বিগত ২২ সেপ্টেম্বর ২০২৫, সোমবার বিকেল ৩টায় এমপিবি চত্বরে এক প্রতিবাদী পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী বন্দর শ্রমকদলের সভাপতি মোঃ হারুন এবং সঞ্চালনা করেন জাতীয়তাবাদী বন্দর শ্রমিকদলের সাধারণ সম্পাদক ইব্রাহিম খোকন।
সভায় বক্তব্য রাখেন জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় সভাপতি এ এম নাজিম উদ্দিন, টিইউসি চট্টগ্রাম জেলার সভাপতি তপন দত্ত, জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক শেখ নুরুল্লাহ বাহার, বাংলাদেশ জাতীয় শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক জাহিদ উদ্দিন শাহিন, শ্রমিকনেতা তসলিম হোসেন, মার্চেন্টা শ্রমিক ইউনিয়ন নেতা মোঃ হারুন, নূর হোসে, এবং মেরিন কন্ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন নেতা কামরুল হাসান প্রমুখ।
পথসভায় বক্তারা বলেন, চট্টগ্রামের নিউমুরিং কন্টেনার টার্মিনাল (এনসিটি) দেশের বন্দরনির্ভর অর্থনীতির অন্যতম প্রধান রাষ্ট্রীয় সম্পদ। এই টার্মিনালকে গোপন চুক্তির মাধ্যমে বহুজাতিক কর্পোরেট কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার উদ্যোগ এক গভীর দেশবিরোধী ষড়যন্ত্র, যা শুধুমাত্র জাতীয় স্বার্থ নয়, বরং হাজারো শ্রমিক-কর্মচারীর জীবন ও ভবিষ্যতের জন্যও হুমকিস্বরূপ।
তাঁরা বলেন, লালদিয়ার চর-কে বহুজাতিক জাহাজীকরণ কোম্পানি মার্স্ক-এর কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্ত একইভাবে দেশীয় বন্দর ও কর্মসংস্থান ব্যবস্থার ওপর চাপ তৈরি করবে। এসব বিদেশি কোম্পানির একমাত্র লক্ষ্য মুনাফা লোটা—তারা শ্রমিকের অধিকার, জাতীয় সম্পদ কিংবা জনগণের স্বার্থ নিয়ে কোনো দায়বদ্ধতা অনুভব করে না।
বক্তারা বলেন, বর্তমানে যখন দেশের অর্থনীতি নানা সংকটে আছে, তখন এমন সিদ্ধান্ত দেশীয় শিল্প, শ্রম এবং সার্বভৌমত্বের উপর সরাসরি আঘাত। তাঁরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এই সিদ্ধান্ত অবিলম্বে বাতিল না করলে স্কপ-এর নেতৃত্বে দেশব্যাপী শ্রমিক আন্দোলন গড়ে তোলা হবে।
বক্তারা আরও জানান, সরকারের এই সিদ্ধান্তের ফলে চট্টগ্রাম বন্দর ও সংলগ্ন এলাকাগুলোতে কর্মসংস্থানের নিরাপত্তা মারাত্মকভাবে বিঘ্নিত হবে। শ্রমিকদের ন্যায্য অধিকার, সুরক্ষা ও কর্মসংস্থানের নিশ্চয়তা নিশ্চিত না করে এমন বিদেশি আগ্রাসন কখনোই মেনে নেওয়া হবে না।
সভায় অবিলম্বে এনসিটি ও লালদিয়ার চর-কে বিদেশি মালিকানাধীন কোম্পানির কাছে হস্তান্তরের প্রক্রিয়া বাতিল, শ্রমিকদের কর্মসংস্থান, অধিকার ও নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জাতীয় সম্পদ রক্ষায় ভবিষ্যতে গোপন চুক্তি না করার জন্য সরকারকে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণের দাবি জানান বক্তারা।
নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, আন্দোলনকে বাধাগ্রস্ত করতে বন্দর কর্তৃপক্ষ বন্দর শ্রমিকদের হুমকি ধামকি এবং দমন পীড়নের অপচেষ্টা করছে। তাঁরা বন্দর কর্তৃপক্ষকে এই অপচেষ্টা পরিহার না করলে আন্দোলন আরো বেগবান হবে হুসিয়ার করে দেন।
বক্তারা দেশবাসী, শ্রমিক সমাজ ও সব রাজনৈতিক দল, পেশাজীবী এবং নাগরিক সমাজকে দলমত নির্বিশেষে জাতীয় স্বার্থে স্কপের আন্দোলনে যুক্ত হওয়ার আহ্বান জানান।
