চলমান সংবাদ

চট্টগ্রাম এনসিটি ও লালদিয়ার চর ইজারার ষড়যন্ত্রের বিরুদ্ধে চট্টগ্রাম শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত

চট্টগ্রাম নিউমুরিং কন্টেনার টার্মিনাল (এনসিটি) কে বিদেশি মালিকানাধীন কোম্পানি ডিপি ওয়ার্ল্ডকে ও লালদিয়ার চর  মার্স্ক-এর কাছে ইজারা দেওয়ার দেশি-বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে আজ ১৪ সেপ্টেম্বর ২০২৫, শনিবার, চট্টগ্রাম শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের উদ্যোগে এক বিশাল পদযাত্রা ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

পদযাত্রাটি চট্টগ্রামের বারিক বিল্ডিং মোড় থেকে শুরু হয়ে বন্দর ভবন গেইট পর্যন্ত অগ্রসর হয়। সকাল ১১টা থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে হাজারো শ্রমিক-কর্মচারী অংশগ্রহণ করেন। পদযাত্রা শেষে বন্দর ভবন গেইটে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি এবং চট্টগ্রাম স্কপের যুগ্ম আহ্বায়ক এ এম নাজিম উদ্দিনের সভাপতিত্বে এবং চট্টগ্রাম স্কপের যুগ্ম আহ্বায়ক রিজওয়ানুর রহমান খানের সঞ্চালনায় বক্তব্য প্রদান করেন, টিইউসি চট্টগ্রাম জেলার সভাপতি এবং শ্রম সংস্কার কমিশনের সদস্য তপন দত্ত, জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক শেখ নুরুল্লাহ বাহার, ইব্রাহীম খোকন, মোঃ সাইফুল ইসলাম সেলিম, মোঃ হারুন প্রমুখ

স্কপের পক্ষে উপস্থিত ছিলেন ট্রেড ইউনিয়ন সংঘের সভাপতি খোরশেদুল  আলম, বিএলএফ চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক নুরুল আবসার ভুইয়া, বাংলাদেশ জাতীয় শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক জাহিদ উদ্দিন শাহিন প্রমুখ

সভায় বক্তারা বলেন, চট্টগ্রামের নিউমুরিং কন্টেনার টার্মিনাল দেশের অর্থনীতির জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সম্পদ। এটিকে গোপন চুক্তির মাধ্যমে বিদেশি মালিকানাধীন কোম্পানির হাতে তুলে দেওয়ার পাঁয়তারা জাতীয় স্বার্থবিরোধী এবং শ্রমিক স্বার্থবিরোধী এক গভীর ষড়যন্ত্র। তাঁরা লালদিয়ার চরকে মার্স্ক এর নিকট ইজারা দেয়ার সিদ্ধান্তেরও সমালোচনা করেন।

বক্তারা বলেন, এই সিদ্ধান্ত দেশের বন্দরনির্ভর অর্থনীতিকে বিপন্ন করবে এবং হাজার হাজার শ্রমিক-কর্মচারীর জীবন-জীবিকাকে ঝুঁকির মুখে ফেলবে। বিদেশি কোম্পানিগুলো শুধুমাত্র মুনাফা আহরণে আগ্রহী, তারা শ্রমিকদের অধিকার কিংবা রাষ্ট্রীয় স্বার্থকে তোয়াক্কা করে না।

দাবি হুঁশিয়ারি:

নেতৃবৃন্দ দাবি করেন, অবিলম্বে এনসিটি ইজারার প্রক্রিয়া বাতিল করতে হবে। অন্যথায় দেশব্যাপী শ্রমিকদের নিয়ে দুর্বার আন্দোলনের ডাক দেওয়া হবে। জাতীয় সম্পদ শ্রমিক স্বার্থ রক্ষায় কোনো আপস করা হবে না।

পড়ুন:  চট্টগ্রাম বন্দরের নিউমুড়িং কন্টেনার টার্মিনাল বিদেশীদের ইজারা দেওয়ার উদ্যোগে স্কপের উদ্বেগ

পরবর্তী কর্মসূচি:

এই আন্দোলনকে সারাদেশে ছড়িয়ে দিতে এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্কপের পক্ষ থেকে নিচের কর্মসূচিগুলো ঘোষণা করা হয়েছে—

  • চট্টগ্রামের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পথসভা আয়োজন
  • শ্রমিক কনভেনশন আয়োজন
  • সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি ঘোষণা

নেতারা দেশবাসী, শ্রমিক সমাজ ও সচেতন নাগরিকদের এই আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানান।

বার্তা প্রেরক
ইফতেখার কামাল খান

মোবাইল নং – ০১৭১৬ ৪৮০ ৩৬৩