চট্টগ্রাম বন্দর রক্ষায় পদযাত্রা সফল করতে স্কপের পথসভা
চট্টগ্রাম বন্দরের নিউমুড়িং কনটেইনার টার্মিনাল (NCT) বিদেশী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার ষড়যন্ত্রের প্রতিবাদে আগামী ১৪ সেপ্টেম্বর বারিক বিল্ডিং মোড় থেকে বন্দর পর্যন্ত ঘোষিত পদযাত্রা সফল করার লক্ষ্যে গতকাল বাংলাবাজার মোড়ে চট্টগ্রাম শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ এক প্রতিবাদসভা আয়োজন করে।
সভায় সভাপতিত্ব করেন ট্রেড ইউনিয়ন সংঘ চট্টগ্রাম জেলার সভাপতি মোঃ খোরশেদ আলম।
সভা পরিচালনা করেন শ্রমিক নেতা ইফতেখার কামাল খান।
পথসভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় সভাপতি ও চট্টগ্রাম স্কপের যুগ্ম আহ্বায়ক এ. এম. নাজিম উদ্দিন এবং অন্যান্যের বক্তব্য প্রদান করেন জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক শেখ নূর উল্লাহ বাহার, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় সংগঠক ফজলুল কবির মিন্টু, শ্রমিক নেতা আফসার হোসেন চৌধুরী, বাহার মিয়া এবং আব্দুর রহমান মাস্টার।
বক্তারা বলেন, চট্টগ্রাম বন্দর জাতীয় অর্থনীতির প্রাণ। এই বন্দরের নিয়ন্ত্রণ কোনো বিদেশি করপোরেট গোষ্ঠীর হাতে তুলে দেওয়া হলে তা দেশের সার্বভৌমত্ব, অর্থনীতি ও শ্রমজীবী মানুষের ওপর বড় ধরনের আঘাত হানবে। বক্তারা ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান এবং ১৪ সেপ্টেম্বরের পদযাত্রা সফল করতে সর্বস্তরের শ্রমিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।