চলমান সংবাদ

সংশপ্তকের উদ্যোগে ক্ষুদ্র উদ্যোক্তাদের মাঝে সেলাই মেশিন বিতরণ


সংশপ্তকের উদ্যোগে এবং বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় সংশপ্তক সপ্তর্ষী প্রকল্পের অধীনে আকবরশাহ তোতন হাউজিং কলোনী এলাকায় ১২ জন দরিদ্র ও সেলাই প্রশিক্ষণপ্রাপ্ত ক্ষুদ্র উদ্যোক্তার মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংশপ্তকের প্রধান নির্বাহী লিটন চৌধুরী। তিনি বলেন, “২০১৭ সাল থেকে সংশপ্তক ফয়েজলেক ও আকবরশাহ এলাকার দরিদ্র আগ্রহী উদ্যোক্তাদের ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় এবারও আপনাদের জীবিকা নির্বাহ ও অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে সেলাই মেশিন প্রদান করা হলো। আশা করি আপনারা ব্যবসা উন্নত করে পরিবারের সহযোগী হিসেবে সুন্দরভাবে এগিয়ে যাবেন।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংশপ্তকের পরিচালক অগ্রদূত দাশ গুপ্ত, সহকারী পরিচালক মোঃ রফিকুল ইসলাম, ফাইন্যান্স ম্যানেজার ভাস্কর বিশ্বাস, সেন্টার সুপারভাইজার মিনা আক্তার এবং ফিল্ড ফ্যাসিলিটেটর লিলি সাহা।

অনুষ্ঠানটি সমন্বয় করেন সংশপ্তকের সহকারী পরিচালক (জেন্ডার মেইনস্ট্রিমিং ও সেইফগার্ডিং) জয়নাব বেগম চৌধুরী।