আমার বৃষ্টি -নাহিদ ফারজানা

ঘন কৃষ্ণ মেঘ আকাশ রেখেছে ঢেকে ,
পূর্বাভাস বলছে অঝোর বৃষ্টির ধারা ধুয়ে মুছে দেবে সব
অপেক্ষায় শহরকে স্তব্ধ করে রেখে ।
আমি ভাবছি অচিরেই শহর ভাসবে থৈ থৈ বৃষ্টি স্নানে ।
ভাবনায় গুন গুন ‘আজি ঝর ঝর মূখর বাদল দিনে ‘।
আর ভাবি কাগজের নৌকা ভাসাবোই উঠোনের জলে
ভেসে যাবে আমার তরী হাওয়ায় দুলে দুলে।
জানালায় মুখ চেপে জলের ঝাপটা বুক জুড়ে
বৃষ্টির শব্দে ভিতরে বর্ষণ শুরু আমার হৃদয় খুঁড়ে।
উত্তাল সমুদ্র জাগে মনে তরঙ্গের দোলায় দোলায়
নিজেকে খুঁজতে গিয়ে নিজেরে হারাই
ছুটে যাই হেথায় হোথায়
কেউ নেই সবাই হারিয়ে গেছে কোথায় কোথায় ।
“ভরা বাদর মাহ ভাদর শূন্য মন্দির মোর ।”
হৃদয়কে বেঁধে রেখে বসে থাকি
কখন আসবে সেই ভোর।
কাল আকাশ ভেঙ্গে বৃষ্টি নামবার পূর্বাভাস ,
তারি প্রস্তুতিতে মনে মনে বইছে বাতাস
নামুক বৃষ্টি চারিদিক ঘনঘোর
দুহাত বাড়িয়ে পূর্ণ করে তুলবোই আমার আগামী ভোর ।
#আটলান্টা
