চলমান সংবাদ

২৪ এর গণঅভ্যুত্থানের বার্ষিকীর সমাবেশে সিপিবি চট্টগ্রাম জেলা

– ৭১ ও ২৪ কে মুখোমুখি করার সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে।

গতকাল ৫ আগস্ট সিনেমা প্যালেস মোড়ে ২৪ এর গণঅভ্যুত্থানের বার্ষিকী উপলক্ষে সিপিবি চট্টগ্রাম জেলা এক সমাবেশ করে। সিপিবি চট্টগ্রাম জেলা সভাপতি কমরেড অশোক সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ পরিচালনা করেন চট্টগ্রাম জেলা কমিটির সদস্য কমরেড জামাল উদ্দিন। সমাবেশে বক্তব্য রাখেন, সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রমিক নেতা মৃণাল চৌধুরী, সিপিবি চট্টগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর,  সিপিবি চট্টগ্রাম জেলা কমিটি  জেলা কমিটির সহ-সম্পাদক নুরুচ্ছফা ভূঁইয়া, সিপিবি কোতোয়ালি থানা কমিটির সভাপতি কমরেড প্রদীপ ভট্টাচার্য,  যুব ইউনিয়ন চট্টগ্রাম জেলার সহসভাপতি যুবনেতা রুপন ধর, ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক ছাত্রনেতা শুভ দেবনাথ প্রমুখ।
সভায় বক্তারা বলেন স্বৈরাচার এবং বৈষম্যের বিরুদ্ধে গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারকে বিদায় করার মাধ্যমে নতুন যাত্রা শুরু করেছিল বাংলাদেশ।  কিন্তু বছর না ঘুরতেই দেখা যাচ্ছে অন্তবর্তী সরকার বিভিন্ন দেশ বিরোধী চুক্তি, মব সন্ত্রাস এবং চাঁদাবাজির মাধ্যমে দেশে একটি অরাজক পরিস্থিতি তৈরি করেছে এবং ২৪ এর গণঅভ্যুত্থানকে একাত্তরের মুক্তিযুদ্ধের মুখোমুখি দাঁড় করিয়ে এই বাংলাদেশে একটি বিভাজনের রাজনীতি শুরু করেছে। অন্তর্বর্তী সরকারের সহযোগিতায় মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে বাংলাদেশে পুণ:প্রতিষ্ঠা করার এক নতুন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। মুক্তিযুদ্ধ বিরোধী যে কোন কর্মসূচিকে সিপিবি তার সর্বশক্তি নিয়ে প্রতিরোধ করবে বলে জানান বক্তারা।

বক্তারা আরো বলেন, ম্বৈরাচার আওয়ামী লীগের আমলে ভোটাধিকার বঞ্চিত  জনগণ যদি দ্রুততম সময়ের মধ্যে ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করতে না পারে, সরকার যদি নির্বাচন নিয়ে কৌশলের খেলা অব্যাহত রাখে, তাহলে দেশ আরও অস্থিতিশীল হয়ে উঠবে, যা কোনভাবেই কাম্য নয়। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, সরকার দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে এবং একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে নির্বাচিতদের হাতে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নেবে।