চলমান সংবাদ

মণি সিংহের ১২৪তম জয়ন্তী উদযাপন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি

২৮ জুলাই সোমবার সকালে রাজধানীর পোস্তগোলায় টঙ্ক আন্দোলনের মহানায়ক মণি সিংহ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপ্রধান ছিলেন সিপিবি সূত্রাপুর থানার সভাপতি বিকাশ সাহা। বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির নেতা জাহিদ হোসেন খান, যুব ইউনিয়নের সভাপতিমণ্ডলীর সদস্য আনোয়ার হোসেন ও বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি দীপক শীল-সহ অন্যরা।

জাহিদ হোসেন বলেন, আদর্শ ও রাজনৈতিক দর্শন চর্চার মাধ্যমে মণি সিংহ জনমানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছিলেন। কিশোর বয়সেই মণি সিংহ ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে নিজেকে সম্পৃক্ত করেন। সে পথপরিক্রমায় ১৯২৫ সালে মার্কসবাদ-লেনিনবাদের আদর্শে উজ্জীবিত হয়ে মানবমুক্তির সংগ্রামে নিজেকে আমৃত্যু নিয়োজিত রেখেছিলেন।

সভাপতির বক্তব্যে বিকাশ সাহা বলেন, স্বাধীন বাংলাদেশে দীর্ঘদিন ধরে কর্তৃত্ববাদী-স্বৈরাচারী লুটেরা শাসকগোষ্ঠী সাম্রাজ্যবাদী অপশক্তির যোগসাজসে গণতান্ত্রিক বিধিব্যবস্থা ধ্বংস করেছে। ফলে দেশের অর্থনীতি ও রাজনীতি পরনির্ভরশীল হয়েছে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার ঐকমত্যের নামে কালক্ষেপন করছে এবং মুক্তিযুদ্ধের মাধ্যমে মীমাংসীত বিষয়গুলো নিয়েও নতুন করে বিতর্ক উসকে দিচ্ছে।

সিপিবি ঢাকা সহানগর দক্ষিণের সূত্রাপুর থানা কমিটি, ৪২, ৪৩ ও ৪৪নং ওয়ার্ড শাখার পক্ষ থেকে মণি সিংহ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। সমবেত কণ্ঠে আন্তর্জাতিক সঙ্গীত পরিবেশনের মাধ্যমে দিনের কর্মসূচি সমাপ্ত হয়।