চলমান সংবাদ

কমিউনিটি সেন্টার শ্রমিক ইউনিয়নের নেতা মোঃ বাচ্চু (বাচ্চু মিয়া)’র ইন্তেকাল

চট্টগ্রাম জেলা ও মহানগর কমিউনিটি সেন্টার ও ডেকোরেটার্স শ্রমিক ইউনিয়নের কার্যকরী পরিষদের সদস্য এবং কাজীর দেউড়ি শাখার সভাপতি মোঃ বাচ্চু (বাচ্চু মিয়া) আজ সকাল ৮ টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। তিনি দীর্ঘদিন ডায়াবেটিস ও হার্টের রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী,৪ ছেলে ও ১ মেয়ে নাতি -নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।আজ দুপুর সাড়ে বারোটায় কাজীর দেউড়ি কাচা বাজার মাঠে প্রথম জানাজা শেষে চাঁদপুর জেলার হাজীগঞ্জের গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। বাদ এশা দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র, চট্টগ্রাম জেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা তপন দত্ত ও যুগ্ম সম্পাদক ইফতেখার কামাল খান। চট্টগ্রাম জেলা ও মহানগর কমিউনিটি সেন্টার ও ডেকোরেটার্স শ্রমিক ইউনিয়নের সভাপতি তফাজ্জল হক প্রধান, সাধারণ সম্পাদক মোঃ সেলিম ও সাংগঠনিক সম্পাদক মোঃ পারভেজ গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত ও শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন।