চলমান সংবাদ

উপদেষ্টা পরিষদে ২টি অধ্যাদেশ, ২টি নীতিমালা অনুমোদন

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে গতকাল বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সভায় দুটি অধ্যাদেশ এবং দুটি নীতিমালা অনুমোদন করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে (সিএও) এই বৈঠক অনুষ্ঠিত হয়। খবর বাসসের।

উপদেষ্টা পরিষদ ‘জুলাই বিদ্রোহে শহীদ ও আহত শিক্ষার্থীদের পরিবারের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫’ এবং ‘জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’–এর খসড়া অনুমোদন করেছে। সভায় ‘ড্রেজিং এবং ড্রেজড ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট নীতি ২০২৪’ এবং ‘জাতীয় নগর নীতি ২০২৫’র খসড়াও অনুমোদন করা হয়েছে। এছাড়াও, কাউন্সিল স্থানীয়ভাবে পরিচালিত অভিযোজন কাঠামো (এলএলএএফ) অনুমোদন করেছে।