চলমান সংবাদ

বিশ্ব ব্যাংকের পূর্বাভাস: বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি চলতি অর্থবছরে ৪ শতাংশে কমতে পারে

ঢাকা: বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি চলতি ২০২৩-২৪ অর্থবছরে ৪ শতাংশে কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্ব ব্যাংক। এর আগে, এপ্রিলে ৫ দশমিক ৭ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছিল। রাজনৈতিক পরিবর্তন ও দেশের অভ্যন্তরীণ পরিস্থিতির কারণে এই ধারাবাহিকতা ভেঙে পড়েছে।

বিশ্ব ব্যাংকের দক্ষিণ এশিয়া বিষয়ক সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোর অর্থনীতি ঘুরে দাঁড়াতে শুরু করলেও বাংলাদেশের পরিস্থিতি ভিন্ন। এই পরিবর্তিত পরিস্থিতিতে উৎপাদন, শিল্প এবং বিনিয়োগের গতি কমে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এর আগে ২০২৩-২৪ অর্থবছরের জন্য বাংলাদেশের প্রবৃদ্ধির পূর্বাভাস ৬ দশমিক ৬ শতাংশ থেকে কমিয়ে ৫ দশমিক ১ শতাংশে নিয়ে আসে। রাজনৈতিক অস্থিরতা এবং ক্ষমতার পালাবদলের ফলে শিল্পের অবস্থাও বিপর্যস্ত হয়ে পড়েছে।

বিশ্ব ব্যাংক আরও উল্লেখ করেছে যে, তৈরি পোশাক রপ্তানিতে ধীরগতি এবং সাম্প্রতিক বন্যার প্রভাব বাংলাদেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে। এছাড়া, রাজনৈতিক অনিশ্চয়তার কারণে বিনিয়োগের পরিস্থিতিও সঙ্কটময় অবস্থায় রয়েছে।

বিশ্ব ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও কমে ৪ শতাংশে পৌঁছাতে পারে। অর্থনীতি মেরামতের জন্য সম্ভাব্য অন্তর্বর্তী সরকারের পদক্ষেপগুলো কিভাবে কার্যকর হবে, তা এই পরিস্থিতিতে দেখা হবে।

অর্থনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, যদি রাজনৈতিক পরিস্থিতির উন্নতি না ঘটে, তাহলে দেশের অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো আরও কঠিন হবে।