ইনসাব এর দাবি দিবসে রেশনিং প্রথা চালু,বাসস্থানের ব্যবস্থাসহ ১২ দফা বাস্তবায়নের আহ্বান

ইমারত নির্মান শ্রমিক ইউনিয়ন-ইনসাব চট্টগ্রাম জেলার উদ্যোগে দাবি দিবস উপলক্ষে পুরাতন রেলস্টেশন চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। ইনসাব চট্টগ্রাম জেলার আহ্বায়ক মোঃ আব্দুর শুক্কুরের সভাপতিত্বে এবং বায়েজিদ থানা কমিটির সাধারণ সম্পাদক মহিন উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র চট্টগ্রাম জেলা কমিটিরসভাপতি বীর মুক্তিযোদ্ধা তপন দত্ত এবং অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র চট্টগ্রাম জেলার যুগ্ম সম্পাদক ইফতেখার কামাল খান, ইনসাব সদরঘাট থানা কমিটির সাধারণ সম্পাদক মোঃ আব্বাস, পাঁচলাইশ থানা কমিটির সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, বায়েজিদ থানা কমিটির নেতা আ: হালিম, শাহনাজ বেগম,
নাছিমা বেগম, সেলিনা জাহান এবং আকবরশাহ থানা কমিটির নেতা জাকির হোসেন প্রমুখ শ্রমিক নেতৃবৃন্দ।
সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন পাহাড়তলি আঞ্চলিক কমিটির সভাপতি মীর মোহাম্মদ ইলিয়াছ, সাধারণ সম্পাদক সুকান্ত দত্ত, বেসরকারী স্বাস্থ্য প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ আব্দুর রহিম, সাধারণ সম্পাদক মোঃ মিজান, হোটেল এন্ড রেস্তূরেন্ট শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ হানিফ, কমিউনিটি সেন্টার এবং ডেকোরেটার্স শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো; সেলিম প্রমুখ নেতৃবৃন্দ।
সভায় নির্মান সেক্টরে শোভন কাজ বাস্তবায়ন এবং নির্মান শ্রমিকদের জীবনমান উন্নয়নে সকল শ্রমিকদের জন্য রেশনিং প্রথা চালু ও বাসস্থানের ব্যবস্থা বাস্তবায়ন করে অবিলম্বে ইনসাব ঘোষিত ১২ দফা বাস্তবায়নের জোর দাবি জানানো হয়।
নেতৃবৃন্দ ইনসাবের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে প্রতিবছরের ন্যায় ১২ দফা দাবিতে আজ সারা দেশে দাবি দিবস পালিত হচ্ছে। ১২ দফার কিছু দাবি ইতিমধ্যে বাস্তবায়িত হলেও অধিকাংশ দাবি আজও বাস্তবায়িত হয়নি। নিত্য প্রয়োজনীয় জিনিষের দাম লাগামহীনভাবে বেড়ে চলছে। বিদ্যুৎ, পানি, গ্যাস, যাতায়াত খরচ, ঘরভাড়া, কিকিতসা খরচ শ্রমজীবী মানুষের নাগালের বাইরে চলে গেছে। শ্রমিক নির্যাতন ও হয়রানী দিন দিন বেড়েই চলছে। কোন কোন মালিক শ্রমিকদের কাজ করিয়ে পাওনা পরিশোধে নানা হয়রানি ও তালবাহান করে। অনেক সময় পাওনা টাকা পরিশোধও করা হয়না। আবার অনেক সময় শ্রমিকদের নির্মাণ সামগ্রী আটকিয়ে রাখার নজিরও রয়েছে। তাই নির্মান শ্রমিকদের ন্যুনতম জীবনমান উন্নয়নে এবং নির্মান সেক্টরে শোভন কাজ বাস্তবায়নে ইনসাব ঘোষিত ১২ দফা বাস্তবায়নের কোন বিকল্প নাই।
সভায় নির্মান শ্রমিকদের নিত্য প্রয়োজনীয় পণ্য প্রাপ্তি নিশ্চতকল্পে রেশনিং প্রথা চালু, নির্মান শ্রমিকদের কেন্দ্রীয় ডাটাবেইজ স্থাপন করে উপজেলা ও জেলা ভিত্তিক আবাস ব্যবস্থা করা, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের বোর্ড সভা প্রতি মাসে সম্পন্ন করে শ্রমিক কর্মচারীদের আবেদন নিষ্পত্তি করা, শ্রমিক কর্মচারীদের আবেদন ফরমে সিটি কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তা/ইউএনও এর স্বাক্ষর গ্রহণের বাধ্যবাদকতা না রাখা ইত্যাদি দাবি সমূহ পুণর্ব্যাক্ত করা হয়।
সমাবেশ শেষে লালপতাকা সজ্জিত এক বিশাল র্যালি নগরীর মূল মূল সড়ক প্রদক্ষিণ করে চট্টগ্রামের জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর ১২ দফা বাস্তবায়নের জন্য এক স্মারকলিপি প্রদান করা হয়।
